বন্ধই থাকবে পাবজিসহ ক্ষতিকর সব অনলাইন গেমস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩০ পিএম, ২০ এপ্রিল ২০২২
বন্ধই থাকবে পাবজিসহ ক্ষতিকর সব অনলাইন গেমস

দেশের সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি গেম বন্ধে আদেশ প্রত্যাহার চেয়ে আনা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে পাবজিসহ ক্ষতিকারক সকল অনলাইন গেমস বন্ধে আদেশ বহাল থাকলো বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বুধবার (২০ এপ্রিল) পাবজির পরিচালনাকারী প্রতিষ্ঠান প্রক্সিমা বেটা পিটিই লিমিটেডের আনা আবেদন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছেন।

আদালতে প্রক্সিমা বেটা পিটিই লিমিটেডের পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট সামির সাত্তার। এছাড়া রিটকারী পক্ষে ছিলেন আইনজীবী হুমায়ন কবির পল্লব।

রিট খারিজ হওয়ার পর সাংবাদিকদের পল্লব জানান, গত বছরের ১৬ আগস্ট দেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে থাকা পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকারক সব গেম বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

এরপর পাবজির পরিচালনাকারী প্রতিষ্ঠান প্রক্সিমা বেটা পিটিই লিমিটেড আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করে। যেটি আজ (বুধবার) খারিজ করে দেন আদালত। ফলে পাবজি গেমসহ ক্ষতিকারক সব অনলাইন গেমস বন্ধের নির্দেশ বহাল থাকলো।

এর আগে, এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর গত বছরের ১৬ আগস্ট দেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে থাকা পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকারক সব গেম বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। গত বছরের ২৪ জুন মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে এ রিট করা হয়।

রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের রেসপনডেন্ট করা হয়।

স্পোর্টসমেইল২৪/আরএস


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

কাতার বিশ্বকাপে ‘মেইড ইন বাংলাদেশ’

কাতার বিশ্বকাপে ‘মেইড ইন বাংলাদেশ’

আইপিএল ভক্ত এক বাংলাদেশি যুবকের ‘দুঃসাহসিক’ যাত্রা

আইপিএল ভক্ত এক বাংলাদেশি যুবকের ‘দুঃসাহসিক’ যাত্রা

প্রথম বাংলাদেশি হিসেবে ফিফকো’র সহ-সভাপতি হলেন ইমরানুর রহমান

প্রথম বাংলাদেশি হিসেবে ফিফকো’র সহ-সভাপতি হলেন ইমরানুর রহমান

শারীরিক প্রতিবন্ধী ভক্ত আল-আমিনের ইচ্ছা পূরণ করলেন রশিদ খান

শারীরিক প্রতিবন্ধী ভক্ত আল-আমিনের ইচ্ছা পূরণ করলেন রশিদ খান