আইপিএল ভক্ত এক বাংলাদেশি যুবকের ‘দুঃসাহসিক’ যাত্রা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪০ পিএম, ১৭ এপ্রিল ২০২২
আইপিএল ভক্ত এক বাংলাদেশি যুবকের ‘দুঃসাহসিক’ যাত্রা

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা সরাসরি দেখতে চাওয়া বাংলাদেশি এক যুবক বেআইনিভাবে ভারত গিয়েছিলেন। দেশটির সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়লেও শেষ পর্যন্ত তিনি ছাড়া পেয়েছেন। গত শুক্রবার (১৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটেছে।

ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে সীমান্ত পার হয়ে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণায় ঢুকে পড়েন ওই যুবক। তার মূল উদ্দেশ্য ছিল মুম্বাই চলা আইপিএলের খেলা গ্যালারিতে বসে দেখা।

পাসপোর্ট-ভিসা ছাড়া ৩১ বছর বয়সী বাংলাদেশি ওই যুবক শুক্রবার দিনগত রাতে বিএসএফ-এর হাতে ধরা পড়েন। দেশটির সীমান্তরক্ষী একজনের বরাত দিয়ে সংবাদ মাধ্যমে বলা হয়, “আটকের পর জেরা করার সময় ওই যুবক জানান, ‌আইপিএলের ম্যাচ দেখতে মুম্বাই যেতে চেয়েছিলেন। ভিসা না করে এক দালালকে পাঁচ হাজার টাকা দিয়ে সীমান্ত পান হন তিনি।”

জানা গেছে, আইপিএলের খেলা দেখতে চেয়ে বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়া ওই যুবকের নাম মো. ইব্রাহিম। অবৈধভাবে ভারত গিয়ে ধরা পড়লেও শেষ পর্যন্ত বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছেন নারায়ণগঞ্জের এ যুবক। কারণ, বেআইনি পথ অবলম্বন করলেও বিএসএফ অন্য কোন উদ্দেশ্য পায়নি।

‘ক্রিকেট পাগল’ ইব্রাহিমের ভারতের য়ুকে কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার ইচ্ছা ছিল। সেই মোতাবেক কাঁটাতার পেরিয়ে ভারতের উত্তর ২৪ পরগনা সীমান্তে ঢুকে পড়েছিলেন তিনি। ধরা পড়ার পর জেরা মুখে পড়তে হয়েছে। তবে আইপিএলের খেলা দেখা ছাড়া অন্য কোন উদ্দেশ্য না থাকা বাংলাদেশের সীমান্তরক্ষীদের হাতে তুলে দেওয়া হয়।

আইপিএলের চলমান ১৫তম আসরে খেলা বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হলেন মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি। এছাড়া আইপিএলে নিয়মিত খেলা সাকিব আল হাসান এবার কোন দল পাননি।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

মুম্বাইয়ে শচীনপুত্রকে খেলানোর পরামর্শ দিলেন আজহারউদ্দিন

মুম্বাইয়ে শচীনপুত্রকে খেলানোর পরামর্শ দিলেন আজহারউদ্দিন

ম্যাচ হেরে মোস্তাফিজকে ‘দায়ী’ করছেন দিল্লি অধিনায়ক

ম্যাচ হেরে মোস্তাফিজকে ‘দায়ী’ করছেন দিল্লি অধিনায়ক

কাউন্টি খেলতেই আইপিএলকে ‘না’ বলেছিলেন সাকিব মাহমুদ

কাউন্টি খেলতেই আইপিএলকে ‘না’ বলেছিলেন সাকিব মাহমুদ

নেতৃত্বের চাপে আইপিএলে ফর্মহীনতায় রোহিত: গ্রায়েম স্মিথ

নেতৃত্বের চাপে আইপিএলে ফর্মহীনতায় রোহিত: গ্রায়েম স্মিথ