পেসার তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। রেকর্ড জয়ের এ সিরিজে শেষ ম্যাচে এবং সিরিজ সেরা পুরস্কার পেয়েছেন তাসকিন আহমেদ। দেশের ফেরার পর বাবা তাসকিনের অর্জিত দুই ট্রফিতে চুমু এঁকে দিয়েছেন ছেলে তাসফিন আহমেদ রিহান।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে ৩৮ রানে জয় তুলে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে দিয়ে সমতায় ফিরেন প্রোটিয়ারা। ফলে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি দাঁড়ায় সিরিজ নির্ধারণী ম্যাচে।
সিরিজ নির্ধারণের অঘোষিত ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেয় বাংলাদেশ। পেসার তাসকিনের বোলিং তোপে ১৫৪ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৯ ওভার বল করে ৩৫ রান দিয়ে ৫ উইকেট নেন তাসকিন আহমদে।
এরপর ১ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৫৫ রানের টার্গেট স্পর্শ করে বাংলাদেশ। ৯ উইকেটের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় টাইগাররা। যা ক্রিকেট ইতিহাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়।
৪৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তাসকিন। এছাড়া পুরো সিরিজে বল হাতে ৮ উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কারও নিজের করে নেন তাসকিন। ফলে ওয়ানডে সিরিজ থেকে দু’টি ট্রফিই উঠে তাসকিনের হাতে।
ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছিলেন তাসকিন। তবে প্রথম টেস্টে ঘাড়ের ইনজুরিতে পড়েন তিনি। ফলে দ্বিতীয় টেস্ট না খেলেই দেশে ফিরতে হয়েছে তাকে।
দেশের ফেরার পর ওয়ানডে সিরিজ থেকে পাওয়া তাসকিনের দু’টি ট্রফিতে চুমু এঁকে দিয়েছেন ছেলে তাসফিন আহমেদ রিহান। ট্রফিতে চুমু খাওয়ার দুর্দান্ত মুহূর্তটা ভিডিও করেছেন তাসকিন। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করলে রীতিমত ভাইরাল হয়ে গেছে।
দুটি ট্রফি হাতে নিয়ে একের পর একটি চুমু খেতে থাকেন তাসফিন আহমেদ রিহান। বাবার অর্জিত ট্রফিতে ছেলের এমন ভালোবাসা প্রকাশে খুশি ক্রিকেট প্রেমিরাও। লাইক-শেয়ার-কমেন্টে ভরে উঠেছে সেই ভিডিওটি। অনেকেই বলছেন- ‘বাবার অর্জনে, গর্বিত সন্তান।’
স্পোর্টসমেইল২৪/আরএস