প্রথম বাংলাদেশি হিসেবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কর্পোরেট ফুটবলের (ফিফকো) সহ-সভাপতি নির্বাচিত হলেন বিজিএমইএ’র পরিচালক ইমরানুর রহমান। ফিফকোর নতুন এ সহ-সভাপতির বিশ্বাস, তিনি বাংলাদেশের ফুটবলের উন্নয়নে অবদান রাখতে পারবেন। স্বপ্ন দেখেন বাংলাদেশের পরবর্তী প্রজন্ম নেশা থেকে দূরে থেকে ফুটবল খেলা নিয়ে মেতে থাকবে।
দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ কর্পোরেট ফুটবল (ফিফকো) হলো- সারা বিশ্বের কর্পোরেট ফুটবলের পরিচালনা পর্ষদ, যার সদর দপ্তর কানাডার মন্ট্রিয়ালে অবস্থিত। বিশ্বের ৬৫টি দেশের ১৫শ হাজার কোম্পানির ২.৫ মিলিয়ন খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত ওয়ার্ল্ড কর্পোরেট ফুটবলের একমাত্র সংগঠন হলো ফিফকো। যারা ওয়ার্ল্ড কর্পোরেট চ্যাম্পিয়নন্স কাপের অফিসিয়াল অর্গানাইজার।
ফিফকোর সহ-সভাপতি ও স্ট্যাটেজিক ডেভেলপমেন্টের দায়িত্ব পাওয়া ইমরানুর রহমান কর্পোরেট ফুটবলের সবচেয়ে সফল ও তারকা ফুটবলার। লায়লা গ্রুপের অধীনে বানদো’র অধিনায়কত্ব করা এ ফরোয়ার্ড ২০০ ম্যাচে ৩৮০টি গোল করেছেন। ইমরানুর একই সঙ্গে কর্পোরেট ফুটবলের একজন সফল সংগঠক। যিনি একাধারে লায়লা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং বিজিএমইএ’র পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন।
ইমরানুর রহমান স্বপ্ন দেখেন যে, আমাদের পরবর্তী প্রজন্ম নেশা থেকে দূরে থেকে ফুটবল খেলা নিয়ে মেতে থাকবে। এ মর্যাদপূর্ণ দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি আমার বাবা সিদ্দিকুর রহমানের কাছে ঋণী, যিনি সব সময় ফুটবলের প্রতি আমার ভালোবাসা ও আবেগকে সমর্থন দিয়েছেন। এবং আমার মা, যার দো’আয় আমার সমস্ত সফল্য অজির্ত হয়েছে।”
ইমরানুর রহমান আরও বলেন, “আমি বানদো ফুটবল দলের সকল খেলোয়াড় ও সমর্থকদের কৃতজ্ঞতা জানাই যারা আমার বড় স্বপ্ন দেখার পেছনে উৎসাহ জুগিয়েছেন। আমি ধন্যবাদ জানাই, ফিফকো’র প্রেসিডেন্ট আলবার্ট জিবলিকে, যিনি এ সম্মানজনক প্রাপ্তিতে আমার উপর বিশ্বাস রেখেছেন। সর্বশেষ যার কথা বলতেই হয়, আমার শক্তি, যিনি আমার ফটুবলের ওপর সব সময় আস্থা রাখেন, আমার সহধর্মিনী সামিরা আলম। আমার বিশ্বাস যে, আমি বাংলাদেশের ফুটবলের উন্নয়নে অবদান রাখতে পারবো।”
স্পোর্টসমেইল২৪/আরএস