চেলসি কোচ টমাস টুখেলের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন স্ত্রী সিসি টাচেল। পিএসজির সাবেক কোচ যুক্তরাজ্যে পাড়ি জমানোর প্রায় এক বছরেরও বেশি সময় পর এই বিচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছেন সিসি টাচেল।
২০০৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এ জুটি। টমাস টুখেল ও সিসি টাচেলের ১৩ বছরের দাম্পত্য জীবনে দু’জন কন্যা সন্তান রয়েছেন। বিশ্ব গণমাধ্যমের ধারণা, শন্তির্পর্ণভাবে ১৩ বছরের সংসার জীবনের ইতি টানতে এ প্রক্রিয়া শুরু করেছেন তারা।
সংবাদে বলা বলা হয়, ‘সিসি ও টুখের দুইজনই বিচ্ছেদ এড়ানোর প্রাণপন চেষ্টা করেছেন। তবে বিকল্প কোনো পন্থা খুঁজে পাননি তাার।’ ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়, ‘বিষয়টি খুবই দুঃখজনক। এখন এটি নিশ্চিত করতে হবে তাদের কন্যারা যেন অগ্রাধিকার পায়।’
সিসি টাচেল একজন নারী সাংবাদিক। টমাস টুখেল ফরাসি দল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে চেলসিতে যোগ দেওয়ার সাত মাস পর গত আগস্টে ব্রিটেনে চলে যান।
এদিকে, বিবাহ বিচ্ছেদের জন্য গত সপ্তাহে কাগজপত্র দাখিল করা হয়েছে। খবরটি এমনই এক সময় এলো, যখন চেলসি এ যাবৎকালের সবচেয়ে বাজে পরাজয়ের শিকার হয়েছে। শনিবার স্টামফোর্ডব্রিজে তার শিষ্যরা ৪-১ গোলে হেরে গেছে ব্রেন্টফোর্ডের কাছে।
এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে চেলসি মালিকানা নিয়েও শঙ্কা সৃষ্টি হয়েছে। বর্তমান মালিক রাশিয়ান নাগরিক রোমান আব্রাহিমোভিচকে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। ফলে বড় ধরনর বিপাকে পড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি।
ক্লাবের বিপদের মাঝেও শিষ্যদের নিয়ে শক্তভাবে এগিয়ে যাওয়ায় প্রশংসার ভাসছিলেন কোচ টমাস টুখেল। তবে নতুন করে এবার পারিবারিক ঝামেলায় জড়ালেন তিনি।
স্পোর্টসমেইল২৪/আরএস