পাকিস্তানে আসার পর থেকেই মুগ্ধতায় ডুবে ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। পাকিস্তানের প্রকৃতি, স্থাপনা, মানুষের জীবনযাপন - সব কিছুই মুগ্ধ করেছিল এই ফাস্ট বোলারকে। যার জন্য বিদায়বেলায় পাকিস্তানের ভক্তদের ধন্যবাদ দিতে ভুললেন না অজি দলনেতা।
তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ ড্র হয়। শেষ ম্যাচে ১১৫ রানে জিতে সিরিজ নিশ্চিত করে পাকিস্তান। ম্যাচশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং দর্শকদের ‘চমৎকার আতিথেয়তার’ প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কামিন্স।
নিজের ব্যক্তিগত টূইটার অ্যাকাউন্টে একটি বিবৃতি দেন প্যাট কামিন্স। সেখানে সিরিজ জয়ের জন্য উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি পিসিবি এবং পাকিস্তানের ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
টুইটারে কামিন্স লিখেন, ‘স্পেশাল, স্পেশাল সিরিজ। টেস্ট ক্রিকেটের ১৫ কঠিন দিনের শেষ সেশনে সিরিজ জিতে এই দল নিয়ে আমি অত্যন্ত খুশি। অসাধারণ আতিথেয়তার জন্য পিসিবি এবং পাকিস্তানের সবাইকে অনেক ধন্যবাদ।’
অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজের প্রথম দুটি ম্যাচ ড্র হয়েছিল লাহোরের টেস্ট ম্যাচটি ছিল সিরিজের নির্ধারক ম্যাচ। তাতে নাথান লায়ন ও কামিন্সের নৈপূণ্যে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।
টেস্ট সিরিজ শেষে এখন ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৯ মার্চ প্রথম্ন ওয়ানডে দিয়ে শুরু হবে তিন ম্যাচ সিরিজ। একই স্টেডিয়ামে ৩১ মার্চ ও ২ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ওয়ানডে।
স্পোর্টসমেইল২৪/এএইচবি