বাংলাদেশ অলিম্পিকে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকার অনুদান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪১ পিএম, ২৫ মার্চ ২০২২
বাংলাদেশ অলিম্পিকে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকার অনুদান

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) কার্যক্রমকে আরও গতিশীল করতে ২০ কোটি টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এক সভায় এ তথ্য জানানো হয়েছে।

সেনাবাহিনী প্রধান এবং বিওএ সভাপতি জেনারেল এস এম সফিউদ্দীন আহমেদের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতেই বিওএ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে আর্থিক অনুদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বৈঠকে আন্তর্জাতিক গেমসের শেফ দ্য মিশন ও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। কমনওয়েলথ গেমসর শেফ দ্য মিশন হিসেবে মনোনীত হয়েছেন বিওএ সহ-সভাপতি লে. জেনারেল মইনুল ইসলাম (অব.), ইসলামিক সলিডারিটি গেমসে বিওএ সদস্য সিরাজউদ্দিন মো. আলমগীর ও এশিয়ান গেমসে কোষাধ্যক্ষ একে সরকার।

সভায় বিওএ’র কার্যক্রম পরিচালনার জন্য ছয়টি স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়। গত মেয়াদের মতো এবারও মিডিয়া কমিটির চেয়ারম্যান হয়েছেন শেখ বশির আহমেদ মামুন। মিডিয়া কমিটির সদস্য সচিব হয়েছেন সিরাজউদ্দীন আলমগীর।

প্রশিক্ষণ ও উন্নয়ন কমিটির চেয়ারম্যান লে. জেনারেল মইনুল ইসলাম, সদস্য সচিব একে সরকার। সলিডারিটি কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন ও সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ মহী। ক্রয় ও প্রশাসন কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান ও সদস্য সচিব এমবি সাইফ। ফাইন্যান্স, অডিট, প্ল্যানিং ও বাজেট কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ ও সদস্য সচিব একে সরকার।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

ভাবমূর্তি ‌‘ক্ষুণ্ন’ করায় দ্রুততম মানব ইসমাইল এক বছর নিষিদ্ধ

ভাবমূর্তি ‌‘ক্ষুণ্ন’ করায় দ্রুততম মানব ইসমাইল এক বছর নিষিদ্ধ

লিটন-মুশফিককে অভিনন্দন, জয়কে পুরস্কার দিতে চান শেখ হাসিনা

লিটন-মুশফিককে অভিনন্দন, জয়কে পুরস্কার দিতে চান শেখ হাসিনা

প্রধানমন্ত্রীর দেওয়া ফ্ল্যাট ও টাকা পেলেন স্বর্ণজয়ী শাম্মী আক্তার

প্রধানমন্ত্রীর দেওয়া ফ্ল্যাট ও টাকা পেলেন স্বর্ণজয়ী শাম্মী আক্তার

মানসিক বিকাশে খেলাধুলার প্রতি প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

মানসিক বিকাশে খেলাধুলার প্রতি প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ