নিরপরাধ শিশুদের রক্ষা করাই এখন আমার কাজ: শেভচেঙ্কো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২২ মার্চ ২০২২
নিরপরাধ শিশুদের রক্ষা করাই এখন আমার কাজ: শেভচেঙ্কো

ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনে পুরো বিশ্বের সমর্থন এখন ইউক্রেনের দিকে। ঘরে বসে নেই ইউক্রেনীয়রাও। তারাও ঝাপিয়ে পড়েছে মাতৃভূমিকে রক্ষায়। ইউক্রেনের ক্রীড়াবিদরা খেলা ছেড়ে নেমে পড়েছেন দেশের জন্য। এবার সেই পথে পা বাড়াতে দৃঢ়প্রতিজ্ঞ সাবেক ফুটবলার আন্দ্রি শেভচেঙ্কো।

ইউক্রেন থেকে উঠে আসা সবচেয়ে সফল ক্রীড়াবিদদের একজন শেভচেঙ্কো। তিনি ইউক্রেনের জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার।। খেলেছেন চেলসির মতো ক্লাবেও, করিয়েছেন কোচিং। তবে এখন যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন শেভচেঙ্কো, তা যে কোনো ফুটবল ম্যাচের তুলনায় অনেক বেশি।

রাশিয়ার সাথে চলমান সংঘাতের মধ্যে শেভচেঙ্কো তার দেশের জনগণকে যুদ্ধের অঞ্চল থেকে নিরাপদ আশ্রয় খুঁজে পেতে সাহায্য করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। রাশিয়ার আক্রমণে হতবাক তিনি। ডেইলি মেইলের সাংবাদিক জেমি রেডকন্যাপের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন সাবেক এই ইউক্রেনীয় ফুটবলার।

শেভচেঙ্কো বলেন, ‘আমি ঘুমাচ্ছিলাম। ম’র ফোন কল পেয়ে জেগে উঠেছিলাম। তিনি বললেন, যুদ্ধ শুরু হয়েছে। আমরা আসলে এটা বিশ্বাস করতে পারিনি যে রাশিয়া এই পদক্ষেপ নেবে এবং যুদ্ধ শুরু করবে। আমরা হতবাক হয়ে গিয়েছিলাম।’

দেশের এমন পরিস্থিতিতে পাশে থাকায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশংসা করেন তিনি। শেভচেঙ্কো বলেন, ‘প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অবস্থান খুবই গুরুত্বপূর্ণ ছিল। তিনি চলে যেতে পারতেন কিন্তু আমাদের সাথেই ছিলেন।’

শেভচেঙ্কোর মনটা সবচেয়ে বেশি কাঁদছে ইউক্রেনের শিশুদের জন্য। তিনি শিশুদের সাহায্য করার জন্য ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি চার সন্তানের বাবা। তুমি তিনজনের বাবা, জেমি। আমরা ওদের জন্য দাঁড়াতে পারি না? নিষ্পাপ শিশুরা মারা যাচ্ছে কোনো কারণ ছাড়াই।’

তিনি আরও বলেন, ‘এই যুদ্ধ বন্ধ করার জন্য আমি কাজ করবো। এই যুদ্ধের কোনো কারণ নেই। আমি একটা জিনিসই চাই। আমার দেশে শান্তি আনতে, নিরীহ মানুষ হত্যা বন্ধ করতে, বাচ্চাদের হত্যা বন্ধ করতে। আমরা সবাই জানি যুদ্ধ নিষ্ঠুর। আমরা এর পক্ষে দাঁড়াতে পারি না।’

এর আগে ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত শিশুদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার। শিশুদের জন্য তিনি নিজের ফাউন্ডেশন থেকে পাঁচ লাখ ডলার আর্থিক সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ফেদেরারের পাঁচ লাখ ডলার আর্থিক সহায়তা

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ফেদেরারের পাঁচ লাখ ডলার আর্থিক সহায়তা

দেশের জন্য র‍্যাকেট ছেড়ে অস্ত্র হাতে আলেকজান্ডার ডলগোপোলভ

দেশের জন্য র‍্যাকেট ছেড়ে অস্ত্র হাতে আলেকজান্ডার ডলগোপোলভ

ইউক্রেনের সাহায্যার্থে মিলিয়ন ইউরো দিলো রিয়াল মাদ্রিদ

ইউক্রেনের সাহায্যার্থে মিলিয়ন ইউরো দিলো রিয়াল মাদ্রিদ

নাগরিকত্ব পাল্টে রাশিয়ান সাইক্লিস্ট এখন ফ্রান্সের

নাগরিকত্ব পাল্টে রাশিয়ান সাইক্লিস্ট এখন ফ্রান্সের