পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা একজন ভারতীয়। সে হিসেবে অভিনয়টা তার মধ্যে থাকারই কথা। ইতিমধ্যে কয়েকটি র্যাম্প শো’তেও হেঁটেছেন সানিয়া। হয়তো অভিনয়ও করতে পারেন। তবে শোয়েব চান, পাকিস্তানের বিখ্যাত অভিনেতা আদনান সিদ্দিকীর সঙ্গে সানিয়া কাজ না করুক।
একটি টিভি অনুষ্ঠানে নাট্য অভিনেতা ও উপস্থাপক আগা আলীর সঙ্গে আলাপচারিতায় সানিয়ার অভিনয়ের ব্যাপারে কথা বলেন শোয়েব। সেখানেই শোয়েব জানান, তিনি চান না তাঁর স্ত্রী আদনান সিদ্দীকির সঙ্গে অভিনয় করুক।
অনুষ্ঠানে শোয়েবের কাছে উপস্থাপক জানতে চান, সানিয়া যদি কখনো অভিনয়ে আত্মপ্রকাশ করেন তবে কার সাথে কাজ করতে দিতে চান না? জবাবে পাকিস্তানি ক্রিকেটার জানিয়েছেন আদনান সিদ্দীকির নাম।
শোয়েব বলেন, ‘আদনান আমার খুব ভালো বন্ধু কিন্তু আমি চাই না সানিয়া তার সঙ্গে কাজ করুক।’ এ সময় সানিয়া শোয়েবকে এর কারণ জিজ্ঞাসা করেন। শোয়েব জানিয়েছেন, সেটা তিনি তাকে পরে জানাবেন।
আদনান সিদ্দীকির সঙ্গে সানিয়াকে অভিনয় করতে দিতে রাজি না হলেও আদনানের বন্ধু হুমায়ুন সাইদের সাথে অভিনয়ে কোনো আপত্তি করেননি শোয়েব। বরং জানিয়েছেন তিনি নিজেই সাইদের সঙ্গে সানিয়াকে পর্দায় দেখতে চান।
শো চলাকালীন শোয়েবকে তার প্রিয় পাকিস্তানি এবং ভারতীয় অভিনেতাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। কিন্তু শোয়েব উত্তর দেওয়ার আগেই সানিয়া জানিয়েছেন, শোয়েবের প্রিয় ভারতীয় অভিনেতা কারিনা কাপুর। শোয়েবও সানিয়ার সাথে একমত হয়েছিলেন।
পাকিস্তানি ক্রিকেটার আরও জানিয়েছেন, তিনি পাকিস্তানি অভিনেতাদের মধ্য হানিয়া আমিরকে পছন্দ করেন। যদি তিনি কখনও অভিনয় শিল্পে প্রবেশ করেন তবে অন্যতম বন্ধু উশনা শাহের সাথে কাজ করতে চান।
স্পোর্টসমেইল২৪/এএইচবি