এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি পদে আরও এক বছর দায়িত্ব পালন করবেন জয় শাহ। সর্বশেষ ২০২১ সালের জানুয়ারিতে এসিসির সভাপতির দায়িত্ব নিয়েছিলেন এই ভারতীয় ক্রিকেট প্রশাসক।
২০২১ সালের জানুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কাছ থেকে এসিসির দায়িত্ব বুঝে নেন জয় শাহ। এরপর থেকেই এসিসির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি।
শনিবার (১৯ মার্চ) দুবাইয়ে বসেছিল এসিসির বার্ষিক সাধারণ সভা। সেখানেই এসিসির সভাপতি হিসেবে জয় শাহ’র মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এসিসির সভাপতি ছাড়াও দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন জয় শাহ। দায়িত্বের মেয়াদ বাড়ার পর এশিয়াতে ক্রিকেটের উন্নতিতে আরও বেশি কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।
চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় আয়োজিত হবে এশিয়া কাপের ১৫তম আসর। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হওয়ায় এইবার টি-টোয়েন্টি ফরম্যাটেই আয়োজিত হবে এশিয়া কাপ। এবারের আসরে অংশ নিবে ছয় দল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর