ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনের পর থেকেই ভয়াবহ অবস্থা বিরাজ করছে দেশটিতে। জাতিসংঘের (ইউএন) মতে এই সময়ে তিন মিলিয়নেরও বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই আবার শিশু। এই ব্যাপারটা নাড়া দিয়েছে পুরো বিশ্বকে।
ইউক্রেনের এমন অবস্থায় আর্থিক সহায়তা নিয়ে হাত বাড়িয়ে দিয়েছে ক্রীড়াঙ্গনের অনেক নামিদামি তারকা সহ ক্লাবগুলো। এবার ইউক্রেনের যুদ্ধবিধ্বস্তদের পাঁচ লাখ ডলার আর্থিক সহায়তা প্রদান করবেন টেনিসের সাবেক নাম্বার ওয়ান সুইজারল্যান্ড তারকা রজার ফেদেরার।
ফেদেরার তার ‘রজার ফেদেরার ফাউন্ডেশন’ - এর মাধ্যমে এই অর্থ দান করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ফেডেক্স’ লিখেছেন, ‘ইউক্রেনের ছবি দেখে আমি এবং আমার পরিবার আতঙ্কিত হয়েছি। যারা এত ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য হৃদয় ভেঙে পড়েছে। আমরা শান্তির পক্ষে দাঁড়িয়েছি।’
৪০ বছর বয়সী এই তারকা আরও লিখেন, ‘আমরা ইউক্রেনের বাচ্চাদের সহায়তা দিবো। প্রায় ছয় মিলিয়ন ইউক্রেনীয় শিশু বর্তমানে স্কুলের বাইরে রয়েছে। আমরা জানি যে শিক্ষা প্রদানের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। অত্যন্ত বেদনাদায়ক এই অভিজ্ঞতা মোকাবেলায় তাদের সমর্থন করতে চাই।’
ফেদেরার ক্রীড়া জগতের সর্বশেষ ব্যক্তি যিনি ইউক্রেনে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য অর্থের প্রতিশ্রুতি দিয়েছেন। জাতিসংঘের শিশুদের দাতব্য সংস্থা ‘ইউনিসেফ’ বলেছে যে, এই কাজগুলো ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য প্রচেষ্টা হিসাবে পার্থক্য গড়ে দিবে।
ইউনিসেফের যুক্তরাজ্যের সিনিয়র ইমার্জেন্সি বিশেষজ্ঞ ড্যানিয়েল ওয়াল্ডেন বলেছেন, ‘খেলাধুলায় বিশ্ব জুড়ে দল থেকে ব্যক্তি পর্যন্ত যে উদারতা দেখানো হয়েছে তা অবিশ্বাস্য। কারণ আমরা দেখতে পাচ্ছি যে খেলাধুলার শক্তি কীভাবে সারা বিশ্বের মানুষকে একত্রিত করে চলেছে।’
এর আগে লোকজনকে বাঁচাতে ইউএনএইচসিআর এবং রেডক্রসের মতো স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এক মিলিয়ন ইউরো সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। তারা জানিয়েছে, এই অর্থ ইউএনএইচসিআর এবং রেডক্রসের মাধ্যমে ইউক্রেনের জণগণের জন্য দেওয়া হবে।
স্পোর্টসমেইল২৪/এএইচবি