ভারতকে হারিয়ে দলগত ইভেন্টে বাংলাদেশের স্বর্ণ জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০০ পিএম, ১৯ মার্চ ২০২২
ভারতকে হারিয়ে দলগত ইভেন্টে বাংলাদেশের স্বর্ণ জয়

থাইল্যান্ডের ফুকেটে চলমান এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে আরচ্যারি চ্যাম্পিয়নশিপে মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের আরচার রোমান সানা ও নাসরিন আক্তার জুটি ভারতকে হারিয়ে দিয়ে স্বর্ণ পদক অর্জন করেছেন।

শনিবার (১৯ মার্চ) ভারতের বিপক্ষে ৫-৩ সেট পয়েন্টে জয় পেয়েছে বাংলাদেশ রোমান সানা-নাসরিন আক্তারের মিশ্র দল। একই ইভেন্টে ব্রোঞ্জ অর্জন করেছে মালোয়েশিয়া।

এর আগে শুক্রবার (১৮ মার্চ) এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে আরচ্যারি চ্যাম্পিয়নশিপে মিশ্র দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক থাইল্যান্ড এবং সেমিফাইনালে কাজাখস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ মিশ্র দল।

কোয়ার্টার-ফাইনালে স্বাগতিক থাইল্যান্ডকে ৬-০ সেট পয়েন্টে এবং সেমি-ফাইনালে কাজাখস্তান জুটিকে একই ব্যবধানে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে দিয়েছিলেন রোমান-নাসরিন জুটি।sportsmail24

এদিকে, নাসরিনের সামনে আরও স্বর্ণ জয়ের সুযোগ রযেছে। রিকার্ভ মহিলা এককের ফাইনালে উঠেছেন বাংলাদেশি এ নারী আর্চার। তবে ফাইনালে নাসরিনের প্রতিপক্ষ স্বদেশি দিয়া সিদ্দিকী। ফলে এ ইভেন্টের দুটি পদকই বাংলাদেশেরই থাকছে।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

‘আত্মবিশ্বাস এবং পরিশ্রমের ফল এ পদক’

‘আত্মবিশ্বাস এবং পরিশ্রমের ফল এ পদক’

আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দুই পদক জয়

আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দুই পদক জয়

প্রথমবারেই অলিম্পিকে দিয়ার ব্যক্তিগত রেকর্ড

প্রথমবারেই অলিম্পিকে দিয়ার ব্যক্তিগত রেকর্ড

আরও ১৫ বছর খেলা শেষে কোচ হতে চান রোমান সানা

আরও ১৫ বছর খেলা শেষে কোচ হতে চান রোমান সানা