ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।
১৮৭৭ : ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ আয়োজিত হয়। এ ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড।
২০১৯ : নিউজিল্যান্ডে মসজিদে হামলা করে সন্ত্রাসীরা। একটুর জন্য বেঁচে যায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সিরিজ বাতিল করে দেশে ফিরে আসে বাংলাদেশ।
১৯৭৯ : মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল ৩৮২ রান। ৩ উইকেট হারিয়ে ৩০৩ রান তুলেছিল। সে সময় মাত্র ৩৩ বলের ব্যবধানে ৯ উইকেট নিয়ে অজিদের একাই হারিয়ে দেন পেসার সরফরাজ নেওয়াজ।
১৯৫৩ : ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার কলিন ক্রাফটের জন্মদিন।
১৯৫৫ : পাকিস্তানি ক্রিকেটার মহসিন খানের জন্মদিন। মাত্র ৩১ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি।
১৯৯৫ : নিউজিল্যান্ডের বিপক্ষে নেপিয়ারে জয় পায় শ্রীলঙ্কা। ৩২ বারের চেষ্টায় এই জয় তুলে নেয় লঙ্কানরা।
১৯৬২ : নিউজিল্যান্ডের ওপেনার ট্রেভর ফ্র্যাঙ্কলিংয়ের জন্মদিন।
১৯৭৯ : নিউজিল্যান্ডের ইনজুরি প্রবণ ক্রিকেটার কাইল মিলসের জন্মদিন।
১৯৮৩ : অস্ট্রেলিয়ান পেসার বেন হেলফিনাসের জন্মদিন।
১৮৭৮ : অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্যামি কার্টারের জন্মদিন।
২০০৭ : বিশ্বকাপে প্রথমবারে মতো খেলতে নামে আয়ারল্যান্ড। প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের বিপক্ষে জয় পায় তারা।
২০০৩ : বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল কেনিয়া এবং অস্ট্রেলিয়া। এই ম্যাচে অস্ট্রেলিয়ার হারের ভীতি ছড়িয়ে দিয়েছিলেন কেনিয়ার পেসার আসিফ করিম।
স্পোর্টসমেইল২৪/পিপিআর