প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়ে শুরু করার পর আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল বাংলাদেশ হকি দল। সেই ধারা বজায় রেখে দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে নিয়ে স্রেফ ছেলেখেলা করলো রাসেল মাহমুদ জিমিরা। সোহানুর রহমান সবুজের হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারালো তারা।
সোমবার (১৪ মার্চ) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জেবিকে হকি ফিল্ডে পুল-বি এর ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয় বাংলাদেশ। সোহানুর রহমান সবুজের হ্যাটট্রিকের পর বাকি চার গোল আসে আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, আরশাদ হোসেন ও পুস্কর ক্ষীসা মিমোর স্টিক থেকে।
সিঙ্গাপুরের বিপক্ষে এটাই বাংলাদেশের বড় জয় নয়। এর আগেও ২০১৬ সালের এএইচএফ কাপ হকিতে সিঙ্গাপুরকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এবারও ধরা দিল বড় ব্যবধানের জয়। মজার ব্যাপার হলো, সিঙ্গাপুরের বিপক্ষে এখনো কোনো ম্যাচ হারেনি বাংলাদেশ।
জেবিকে টার্ফে ম্যাচে শুরু থেকেই আক্রমনাত্মক হয়ে খেলতে থাকে বাংলাদেশ। যার বদৌলতেই প্রথম কোয়ার্টারেই দুই গোলের লিড নেয় মিমোরা। ম্যাচের পাঁচ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল করেন আশরাফুল। শেষের দিকে গোল করে ব্যবধান দ্বিগুণ সবুজ।
দ্বিতীয় কোয়ার্টারে আবারও ব্যবধান বাড়িয়ে ৩-০ করেন সবুজ। তৃতীয় কোয়ার্টারে কেউ গোল না পেলেও চতুর্থ এবং শেষ কোয়ার্টারে সিঙ্গাপুরের উপর দিয়ে ঝড় বইয়ে দেয় বাংলাদেশ। গোল আসে ‘এক হালি’!
পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে গোলের খাতা খোলেন আরশাদ। এরপর খোরশেদুর রহমান, সবুজ ও মিমো গোল করলে ব্যবধান দাঁড়ায় ৭-০! আগামী মঙ্গলবার ইরানের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে আসরের আগের তিনবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ।
স্পোর্টসমেইল২৪/এএইচবি