আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৪ মার্চ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৯ পিএম, ১৪ মার্চ ২০২২
আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৪ মার্চ

ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।

২০০১ : কলকতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ রানে ৪ উইকেট হারিয়ে হারের দ্বারপ্রান্তে ছিল ভারত। এই ম্যাচে ভিভিএস লক্ষণ আর রাহুল দ্রাবিড়ের ব্যাটে ম্যাচ ড্র করে ভারত।

১৯৮১ : মাইকেল হোল্ডিংয়ের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়েছিলেন জিওফ বয়কট। এক ওভারে ছয় বলের প্রত্যেকটা ছিল প্রথমটার চেয়ে বেশি গতিময়।

২০০৪ : জ্যামাইকায় ইংলিশ পেসার স্টিভ হার্মিসনের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে মাত্র ৪৭ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এই টেস্ট ১০ উইকেটে জিতে নেয় ইংলিশরা।

১৯৯৬ : বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া। এই ম্যাচে ১৫ রানে ৪ হারায় অজিরা। পরে মাইকেল বেভান এবং স্টুয়ার্ট ল’র ব্যাটিংয়ে ২০৭ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ক্যারিবিয়ানদের হারিয়ে ফাইনালে উঠে অজিরা।

১৯৬৩ : অজি স্পিনার ব্রুস রুইডের জন্মদিন।

১৯৩৮ : অজি স্পিনার জন গ্লিসনের জন্মদিন।

১৯৮২ : টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার হয়ে প্রথম সেঞ্চুরি হাঁকান ওপেনার সিডাথ ওয়েটিমুনি। ফয়সালাবাদে পাকিস্তানের বিপক্ষে নিজেদের ইতিহাসের তৃতীয় টেস্টে এই রেকর্ড গড়েন তিনি।

১৯৬৬ : প্রোটিয়া পেসার ট্রোটিয়াস বোসজের জন্মদিন। ২০০০ সালে মাত্র ৩৩ বছর বয়সেই অজানা কারণে ওপারে পাড়ি জমান তিনি।

১৯৮৬ : জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটা এলটন চিগাম্বুরার জন্মদিন।

১৯৩৭ : প্রোটিয়া ক্রিকেটার পিটার ভ্যান ডার মারউইয়ের জন্মদিন।

২০২২ : ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রতিপক্ষ ছিল পাকিস্তান।

স্পোর্টসমেইল/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৩ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৩ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১২ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১২ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১১ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১১ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১০ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১০ মার্চ