ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।
১৯৯৬ : কলকাতায় বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত-শ্রীলঙ্কা। এই ম্যাচে ভারতকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে শ্রীলঙ্কা। এই ম্যাচে কলকাতার গ্যালারিতে সংঘর্ষের তৈরি করে ভারতীয় সমর্থকরা।
১৯৯৮ : ইংলিশ ক্রিকেটার মার্ক রামপ্রকাশ তার টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক করেন। অবশ্য ক্যারিয়ারে নিজেকে কখনই প্রমান করতে পারেননি তিনি।
১৯৫০ : ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার বানার্ড জুলিয়েনের জন্মদিন।
২০০৪ : ১৫ বছর পর করাচিতে পাকিস্তানের মুখোমুখি হয় ভারত। ম্যাচ জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৫ রানে হারতে হয়েছে পাকিস্তানকে।
১৮৫৯ : ইংলিশ ক্রিকেটার আইভো বিলিহ’র জন্মদিন।
১৯৭৪ : ক্রাইস্টচার্চে প্রথম কিউই ক্রিকেটার হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরি করার রেকর্ড গড়েন গ্লেন টার্নার। তার ব্যাটে ভর করেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছিল নিউজিল্যান্ড।
১৯০৪ : ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্টে প্রথম দ্বিশতক হাঁকান ক্লিফির্ড রোচ। তার জন্মদিন।
১৯৫৬ : অকল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯০ রানের জয় পায় নিউজিল্যান্ড। ৪৫ টেস্ট আর ২৬ বছর পর প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
১৯৫৯ : অজি ক্রিকেটার ড্রিক ওয়েলহামের জন্মদিন।
১৯৯৩ : দিল্লিতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিশতক হাঁকান বিনোদ কাম্বলি। এটি ছিল তার টানা দ্বিতীয় দ্বিশতক।
১৯৮১ : ইংলিশ ক্রিকেটার রোল্যান্ড বুচারের জন্মদিন। প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে ইংলিশদের হয়ে মাঠে নামেন তিনি।
১৯৮৫ : ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক ব্যাটার দীনেশ রামদিনের জন্মদিন।
১৯৮৫ : পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার আদনান আকমলের জন্মদিন।
১৯৮৬ : কিউই পেসার নেইল ওয়াগনারের জন্মদিন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর