বিসিবির মুজিববর্ষের কনসার্টে আসছেন এ আর রহমান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২১ পিএম, ১২ মার্চ ২০২২
বিসিবির মুজিববর্ষের কনসার্টে আসছেন এ আর রহমান

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘মুজিব হান্ড্রেড কাপ’ শিরোনামে এশিয়া ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। একই সঙ্গে ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমানকে নিয়ে একটি কনসার্টও আয়োজন করার কথা ছিল। করোনার কারণে দুই বছর পরে হলেও কনসার্টটি আয়োজন করতে যাচ্ছে বিসিবি।

২০২০ সালের মার্চে মিরপুর শের-ই-বাংলায় ‘মুজিব হান্ড্রেড কাপ’ এবং এ আর রহমানকে নিয়ে এসে কনসার্ট করার কথা ছিল। সে সময় সম্ভব না হলেও দুই বছর পর চলতি মার্চের ২৯ তারিখ আয়োজন করা হচ্ছে কনসার্টটি।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সময়ও চেয়েছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে ২৯ মার্চ (মঙ্গলবার) মিরপুরে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। তবে আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে এখনই ম্যাচ আয়োজন করা যাচ্ছে না।

২০২০ সালের ২০ ও ২১ মার্চ তারকা ক্রিকেটারদের নিয়ে দুটি ম্যাচ আয়োজনের কথা ছিল। যেখানে বিরাট কোহলি, লোকেশ রাহুল, ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ফাফ ডু প্লেসিসদের মতো বিশ্ব সেরা তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে কথা ছিল।

কনসার্ট আয়োজন করতে পারলেও আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে এখনই ম্যাচ আয়োজন করতে না পারলেও একেবারে আশা ছেড়ে দিচ্ছে না বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা থেকে সরে আসিনি বিসিবি। ম্যাচ দুটি আয়োজনে আমরা এখনো প্রতিশ্রুতিবদ্ধ। সুযোগ পেলে যেকোনো সময় আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, আপাতত ম্যাচ আোজন সম্ভব না হলেও এখন কনসার্টটি করছি। মিরপুরে ২৯ মার্চ কনসার্টটি হবে, সেই পরিকল্পনাতেই আমরা এগিয়ে চলছি।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

‘অষ্টম সার্জারি’ লাগছে না মাশরাফির

‘অষ্টম সার্জারি’ লাগছে না মাশরাফির

সাকিবকে সরিয়ে দেওয়া বোর্ডের জন্য কঠিন: রাজ্জাক

সাকিবকে সরিয়ে দেওয়া বোর্ডের জন্য কঠিন: রাজ্জাক

সাকিবকে চুক্তিতে রাখা নিয়ে সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছুঁড়লেন নির্বাচক রাজ্জাক

সাকিবকে চুক্তিতে রাখা নিয়ে সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছুঁড়লেন নির্বাচক রাজ্জাক

বিসিবির কাছে ক্ষমা চেয়ে সাংবাদিকদের দুষলেন সাইফউদ্দিন

বিসিবির কাছে ক্ষমা চেয়ে সাংবাদিকদের দুষলেন সাইফউদ্দিন