বড় জয়ে এএইচএফ কাপ হকিতে শুভসূচনা করলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩০ এএম, ১২ মার্চ ২০২২
বড় জয়ে এএইচএফ কাপ হকিতে শুভসূচনা করলো বাংলাদেশ

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এএইচএফ কাপকে সামনে রেখে নতুন কোচ নিয়োগ দিয়েছিল বাংলাদেশ হকি ফেডারেশন। হতাশ করেননি মালয়েশিয়ার কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তি। তার অধীনে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ হকি দল।

শুক্রবার (১১ মার্চ) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জেবিকে হকি ফিল্ডে পুল ‘বি’এর ম্যাচে স্বাগতিকদের হারানো ম্যাচে জোড়া গোল করেন ডিফেন্ডার খোরশেদুর রহমান। একটি করে গোল রোমান সরকার, রাসেল মাহমুদ জিমি, পুস্কর ক্ষীসা মিমো, আরশাদ হোসেন ও সোহানুর রহমান সবুজ।

এই আসরের তিনবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথম ম্যাচে শুরুটাও হলো দুর্দান্ত। শুরুর দুই কোয়ার্টারে টার্ফজুড়ে রাজত্ব করলো টাইগাররা। প্রথম কোয়ার্টারে ভালো খেললেও গোল আসে মাত্র একটি। গোল করেন খোরশেদ। দ্বিতীয় কোয়ার্টারে দুর্দান্ত খেলে আরও তিন গোল আদায় করে নেন মিমো-জিমিরা।

তৃতীয় কোয়ার্টারে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দেয় ইন্দোনেশিয়া। ওয়ার্ল্ড হকি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১৩ ধাপ পিছিয়ে থাকা ইন্দোনেশিয়া তৃতীয় কোয়ার্টারে কিছুটা চাপ দিতে থাকে। কিন্তু গোল পায়নি তারা।

চতুর্থ ও ফাইনাল কোয়ার্টারে বাংলাদেশের সামনে আত্মসমর্পণ করতেই হলো স্বাগতিকদের। মিমো, জিমি এবং রোমানের টপাটপ তিনটি লক্ষ্যভেদে বড় জয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ। শেষদিকে ইন্দোনেশিয়ার হয়ে আরদাম ও আসাসি আহদাম দুই গোল করে কেবল হারের ব্যবধানই কমান।

সোমবার (১৪ মার্চ) নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রস্তুতির জন্য খুব বেশি সময় পায়নি বাংলাদেশ : আশরাফুল

প্রস্তুতির জন্য খুব বেশি সময় পায়নি বাংলাদেশ : আশরাফুল

এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক বাংলাদেশ

এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক বাংলাদেশ

বাংলাদেশের হকিতে নতুন দিগন্তের সূচনা

বাংলাদেশের হকিতে নতুন দিগন্তের সূচনা

স্পেন খেলোয়াড়কে হকিস্টিক দিয়ে মারলেন আর্জেন্টাইন খেলোয়াড়

স্পেন খেলোয়াড়কে হকিস্টিক দিয়ে মারলেন আর্জেন্টাইন খেলোয়াড়