আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১০ মার্চ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২১ পিএম, ১০ মার্চ ২০২২
আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১০ মার্চ

ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।

১৯৭০ : টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন প্রোটিয়া ক্রিকেটার ব্যারি রিচার্ডস। 

১৯৭৪ : বার্বাডোসে ইংল্যান্ডের বিপক্ষে ৪৩০ বলে ৩০২ রানের ইনিংস খেলেন ক্যারিবিয়ান ব্যাটার লাওরেন্স রো।

১৯৮২ : সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন সেলিম মালিক। পরে অবশ্য এই রেকর্ড ভাঙেন মোহাম্মদ আশরাফুল।

২০০২ : এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপের শিরোপা জেতে শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে ক্যারিয়ারের প্রথম দ্বিশতক হাঁকান লঙ্কান ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।

১৯৩৮ : পাকিস্তানের সাবেক ক্রিকেটার এজাজ বাটের জন্মদিন। ক্রিকেটার হিসেবে নয় প্রশাসক হিসেবে বেশি পরিচিত ছিলেন তিনি।

১৯৯৮ : দক্ষিণ আফ্রিকান পেসার ফ্যানি ডি ভিলিয়ার্স তার ক্যারিয়ারের ইতি টানেন।

১৯২৮ : ইংলিশ ক্রিকেটার আর্থার মিলটনের জন্মদিন। 

১৯৭১ : ২৫ বারের চেষ্টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম জয় পায় ভারত।

১৯৬৪ : অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার গ্রেগ ক্যাম্পবেলের জন্মদিন।

১৯৮৫ : ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব ক্রিকেটের ফাইনালে মেলবোর্নে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। কপিল দেব, চেতন শর্মা এবং লক্ষণ শিবাকৃষ্ণারামের পারফর্মেন্সে ম্যাচ জিতেছিল ভারত।

১৯৮৭ : লঙ্কান পেসার সুরাঙ্গা লাকমলের জন্মদিন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৯ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৯ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৮ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৮ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৭ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৭ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৬ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৬ মার্চ