ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।।
১৮৮৭ : ইংলিশ কিংবদন্তি ক্রিকেটার মেডের জন্মদিন। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৫৫ হাজার ৬১ রান করেছেন এই ক্রিকেটার।
১৯৯৬ : ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাকিস্তান। অজয় জাদেজার ব্যাটিং তোপে ম্যাচ হারে পাকিস্তান। এটাই ছিল পাকিস্তান কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের ক্যারিয়ারের শেষ ম্যাচ।
২০১৫ : মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ইংল্যান্ড। টানা দুই বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারে ইংল্যান্ড।
১৯৮৫ : ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার পার্থিব প্যাটেলের জন্মদিন।
১৯৪৪ : প্রোটিয়া ক্রিকেটার লি আরভিনের জন্মদিন। দক্ষিণ আফ্রিকার হয়ে চার টেস্ট খেলেছিলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর