ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।
১৯৫১ : অস্ট্রেলিয়ান পেসার রডনি হগের জন্মদিন।
১৯৯২ : বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। ইয়ান বোথামের বোলিং তোপে মাত্র ১৭১ রানে গুটিয়ে যায় অজিরা। ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। ৩১ রানে ৪ উইকেট শিকার করেন ইয়ান বোথাম।
১৯৬৩ : জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার এড্ডো বানডেসের জন্মদিন।
১৯৭১ : প্রথম শ্রেণির ক্রিকেটে টানা ছয়টি সেঞ্চুরির রেকর্ড গড়েন প্রোটিয়া কিংবদন্তি ব্যাটার মাইক প্রক্টার।
১৯২১ : পাকিস্তানের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন নজর মোহাম্মদ। এই দিনেই জন্ম নেন এই কিংবদন্তি ক্রিকেটার।
১৯৭৫ : ইংলিশ ক্রিকেটার ক্রিস সিলভারউডের জন্মদিন। ইংল্যান্ডের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।
১৯৬৫ : নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্রাহাম ভিভিয়ানের অভিষেক। টেস্ট এবং প্রথম শ্রেণির ম্যাচে একই দিনে অভিষেক হয় তার।
১৯২২ : ভারতীয় ক্রিকেটার ইব্রাহিম মাকার জন্মদিন। দারুণ উইকেটরক্ষক হলেও ব্যাটিং না পারায় দল থেকে বাদ পড়েছিলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর