শারীরিক প্রতিবন্ধী ভক্ত আল-আমিনের ইচ্ছা পূরণ করলেন রশিদ খান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪১ পিএম, ০৫ মার্চ ২০২২
শারীরিক প্রতিবন্ধী ভক্ত আল-আমিনের ইচ্ছা পূরণ করলেন রশিদ খান

তারকা বা প্রিয় খেলোয়াড়ের কাছে ভক্তদের কত রকমেরই আবদার থাকে। সেলফি-অটোগ্রাফ ছাড়াও ভক্তদের নানা আবদার মিটিয়ে থাকেন তারকা খেলোয়াড়রা। মিরপুর শের-ই-বাংলায় তেমনি আরও একটি ঘটনা ঘটে গেল। আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খানের কাছে এক ভক্ত আবদান করে বসেন একটি ক্রিকেট বলের। রশিদ খানও পূরণ করেন বাংলাদেশের তার ভক্তের চাওয়া।

শনিবার (৫ মার্চ) মিরপুর শের-ই-বাংলায় শেষ হয় বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্ট সিরিজের শেষ ম্যাচ। এর আগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

করোনার কারণে পুরো সিরিজে সাংবাদিকদের খেলোয়াড়দের কাছাকাছি যাওয়ার অনুমতি না থাকলেও শেষ ম্যাচ শেষে ভেঙে দেওয়া হয় বায়ো-বাবল। ফলে ম্যাচ শেষে মাঠে প্রবেশ করে যাওয়া যায় খেলায়াড়দের কাছকাছি। তারই ফাঁকে মাঠে ঢুকে যান রশিদ খানের এক ক্ষুধে ভক্ত।

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ শেষে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যখন চলছিল উৎসবের আমেজ, সে সময় রশিদ খানের সান্নিধ্যে আসেন শারীরিক প্রতিবন্ধী আল-আমিন। সাংবাদিকদের সাক্ষাৎকার নেওয়া শেষে হঠাৎ অস্পষ্ট গলায় রশিদ খানের কাছে একটি বল করার আবদার করে বসেন আল-আমিন।

প্রাথমিক অবস্থায় শারীরিক প্রতিবন্ধী আল-আমিনের অস্পষ্ট ভাষা বুঝতে পারেননি রশিদ খান। পরে উপস্থিত সাংবাদিকরা বিষয়টি ইংরেজিতে বললে রশিতদ খান বুঝতে পারেন। রশিদও সাথে সাথে রাজি হয়ে যান। তবে সাথে কোন বল না থাকায় আল-আমিনকে সাথে করে নেয়ে যান আফগানিস্তানের ড্রেসিং রুমে। সেখানেই নিজের স্বাক্ষর করা একটি বল উপহার দেন ক্ষুধের ভক্তের হাতে।

শারীরিক প্রতিবন্ধী আল-আমিনের সাথে পরে কথা বলে জানা যায়, ঢাকার গুলিস্তানে বাসবাস করেন আল -আমিন। ক্রিকেটকে প্রচন্ডভাবে ভালোবাসেন বলেই সুযোগ পেলেই ছুটে আসেন মাঠে। টিকিট কেটে দেখনে প্রিয় খেলা। প্রিয় খেলোয়াড় রশিদ খানের কাছ থেকে বল পেয়ে দারুণ খুশি আল-আমিন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট ক্রিকেটে ওয়ার্নের সাথে কাজ করতে চেয়েছিলেন রশিদ

টেস্ট ক্রিকেটে ওয়ার্নের সাথে কাজ করতে চেয়েছিলেন রশিদ

৩শ’ ম্যাচের মাইলফলকে রশিদ খানের ক্যারিয়ার সেরা বোলিং

৩শ’ ম্যাচের মাইলফলকে রশিদ খানের ক্যারিয়ার সেরা বোলিং

সাকিব আল হাসানের সাথে অভিনয়ে ‘রাজি’ পরীমনি

সাকিব আল হাসানের সাথে অভিনয়ে ‘রাজি’ পরীমনি

জ্যোতির চোখ-মুখে স্বপ্ন পূরণের আনন্দ

জ্যোতির চোখ-মুখে স্বপ্ন পূরণের আনন্দ