ইউক্রেন আক্রমনের ফলে চারদিক থেকে অনেকটাই চাপে আছে রাশিয়া। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে খেলাধুলার ক্ষেত্রে। সব ধরনের খেলা থেকেই রাশিয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে শীর্ষ ক্রীড়া সংগঠনগুলো। এবার রাশিয়ার নাগরিকত্ব ত্যাগ করলেন ইতালিয়ান বংশোদ্ভূত রাশিয়ান সাইক্লিস্ট পাভেল সিভাকভ।
টোকিও অলিম্পিকে রাশিয়ান দলের হয়ে রেস করার পরপরই নাগরিকত্ব পরিবর্তনের ঘোষণা দেন পাভেল। ইউক্রেনের যুদ্ধকে কারণ হিসেবে উল্লেখ করে এই সাইক্লিস্ট তার জাতীয়তা পরিবর্তনের ঘোষণা দেন।
জাতীয়তা পরিবর্তন নিয়ে ২৪ বছর বয়সী সিভাকভ বলেছেন যে, তিনি ফ্রান্সে বড় হয়েছেন এবং ইন্টারন্যাশনাল সাইক্লিং ইউনিয়ন (ইউসিআই) এর সাথে যোগ্যতা পরিবর্তনের জন্য দীর্ঘ পরিকল্পনা করেছেন।
সিভাকভ বলেন, ‘আমি মাঝে মাঝেই একজন ফরাসি নাগরিক হতে চাইতাম। ইউসিআইকেও অনুরোধ করেছিলাম। এই মুহূর্তে ইউক্রেনে যা ঘটছে, এর জন্য আমি আরও দ্রুত এটা করতে চেয়েছিলাম।’
সাত মাস আগে সিভাকভ টোকিও অলিম্পিকে তার পিতামাতার দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং রোড রেসে ৩২তম স্থান অধিকার করেছিলেন।
সিভাকভ বলেন, ‘আমি ইতালিতে জন্মগ্রহণ করেছি এবং ১ বছর বয়সে ফ্রান্সে চলে আসি। ফ্রান্সেই আমি বড় হয়েছি এবং শিক্ষিত হয়েছি। সেখানেই আমি সাইক্লিংয়ের প্রেমে পড়েছিলাম যা আমাকে রেসিংয়ে নিয়ে এসেছে।’
ফ্রান্সকে নিজের বাড়ির মতো মনে হয় জানিয়ে সিভাকভ বলেন, ‘এটা (ফ্রান্স) আমার বাড়ির মতো মনে হচ্ছে। ফ্রান্সের হয়ে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে প্রতিযোগিতা করতে নামা স্বপ্নের মতো হবে।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]