রাশিয়ার আগ্রাসনে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে ব্যস্ত ইউক্রেন। ঠিক এমন মুহুর্তেই চীনের বেইজিংয়ে শীতকালীন প্যারা অলিম্পিকে ইউক্রেনকে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছেন গ্রিগোরি ভোভচিনস্কি। বাইথলনে দুর্দান্ত প্রদর্শনী দেখিয়েছেন ৩৩ বছর বয়সী এই ইউক্রেনিয়ান অ্যাথলেট।
বেইজিংয়ের ঝাংজিয়াকাউ ন্যাশনাল বায়াথলন সেন্টারে পুরুষদের বাইথলন ইভেন্টে জয়লাভ করেন ভোভচিনস্কি। এছাড়াও রৌপ্য পদক জিতেছেন তারই দেশের লিউডমিলা লিয়াশেঙ্কো এবং তারাস রাদের।
এই আসরের আগে ২০১৪ সালে সোচিতে লং ডিসটেন্স ইভেন্টেও স্বর্ণ জিতেছিলেন ভোভচিনস্কি। এবারের আসরে ৪৫.৮ সেকেন্ডে তিনি পরাজিত করেন জার্মানির মার্কো মায়ারকে।
ওইদিকে মহিলাদের ইভেন্টে স্বর্ণ জিততে না পারলেও রৌপ্য বাগিয়েছেন তার স্বদেশী লিয়াশেঙ্কো। মহিলাদের স্প্রিন্টে চীনের গুও’র কাছে হেরে রৌপ্য জিতেছেন ২৮ বছর বয়সী এই নারী।
প্যারা অলিম্পিকে নামার আগে দেশের অবস্থার কথা মনে করিয়ে দেন ইউক্রেনীয় প্যারা অলিম্পিক প্রধান ভ্যালেরি সুশকেভিচ। তিনি বলেন যে, গেমসে তার দলের উপস্থিতি ইউক্রেনের বেঁচে থাকার চিহ্ন। এই আসরে ইউক্রেনীয়দের জায়গা করে নেয়া ‘অলৌকিক’ ছিল বলেও মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার প্যারা অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বার্ডস নেস্ট স্টেডিয়ামে ইউক্রেনীয়দের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল। এবারের আসর থেকে প্যারা অলিম্পিক কমিটি রাশিয়া এবং বেলারুশকে নিষিদ্ধ ঘোষণা করে।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]