ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।
২০২২ : ওপারে পাড়ি জমান দুই কিংবদন্তি ক্রিকেটার রড মার্শ আর শেন ওয়ার্ন।
১৯৬৭ : দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ড্যারিল কালিনানের জন্মদিন। দক্ষিণ আফ্রিকার হয়ে ৭০ টেস্ট এবং ১৩৮ ওয়ানডে খেলেছিলেন এই ক্রিকেটার।
১৯৭৭ : পাকিস্তানের বিপক্ষে ত্রিনিদাদে ২৯ রানে ৮ উইকেট শিকার করে পেসার কলিন ক্রাফট। ম্যাচে ৯ উইকেট শিকার করতে পারতেন, যদি না সাদিক মাহমুদ আহত হয়ে মাঠ ছাড়তেন।
১৯৯৯ : সিডনিতে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। এই ম্যাচে কিরণ মুরেকে ব্যঙ্গ করেন পাকিস্তানের জাভেদ মিয়াদাদ। তখন থেকেই শুরু হয় তাদের মধ্যে বন্ধুত্ব।
১৯৩৭ : নিউজল্যান্ডের ক্রিকেটার গ্রাহাম ডাওলিংয়ের জন্মদিন। নিউজিল্যান্ডের কিংবদন্তি হিসেবে বিবেচিত হন তিনি।
১৯৬৮ : অস্ট্রেলিয়া নারী দলের পেসার ফিজপ্যাট্রিকের জন্মদিন। নারী ক্রিকেটের সবচেয়ে গতিময় পেসার ছিলেন তিনি।
২০২১ : তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কার রেকর্ড গড়েন কাইরন পোলার্ড। শ্রীলঙ্কার বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি।
১৯৩১ : টেস্ট ক্যারিয়ারে ডন ব্রডম্যানকে প্রথমবারের শূন্য রানে আউট করেন ওয়েস্ট ইন্ডিজের পেসার হারমান গ্রিফিথ।
১৯৮৪ : আয়ারল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার কেভিন ও’ব্রায়েনের জন্মদিন।
২০১১ : নিজ মাটিতে বিশ্বকাপ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে মাত্র ৫৮ রানে অলআউট হয় বাংলাদেশ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর