আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৩ মার্চ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৬ পিএম, ০৩ মার্চ ২০২২
আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৩ মার্চ

ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।

২০০৯ : পাকিস্তানে শ্রীলঙ্কা দলের উপর আক্রমণ করে সন্ত্রাসীরা। এরপরেই পাকিস্তানে বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট।

১৯৭০ : পাকিস্তানের সাবেক অধিনায়ক ইজমাম উল হকের জন্মদিন। পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার তিনি।

১৯৩৯ : কেপ টাউনে শুরু হয়েছিল ‘টাইমলেস টেস্ট’। দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যকার এই টেস্টে ১১ দিনেও কোনো ফলাফল আসেনি। জাহাজ ছাড়ার সময় হওয়ায় এখানেই খেলা শেষ করতে বাধ্য হয় দুই দল।

১৮৯৬ : জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ২৮ রানে ৯ উইকেট শিকার করেন অজি বোলার জর্জ লেহম্যান।

১৯৩৬ : অস্ট্রেলিয়া কিংবদন্তি ক্রিকেটার  ক্ল্যারি গ্রিমমেট এদিন ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামেন।

১৯০৪ : অ্যাশেজ জয় নিশ্চিতের ম্যাচে ইংলিশ স্পিনার বানার্ড বোসানকোয়েট ১২ রানে ৫ উইকেট শিকার করেন। বোসানকোয়েটকে বলা হয় গুগলির উদ্ভাবক।

১৯৩৯ : ভারতের কিংবদন্তি ক্রিকেটার মোটাঘালি জয়সিমিয়ার জন্মদিন। টেস্টে ব্যাট এবং বল উভয়ভাবেই ইনিংস উদ্বোধন করেছিলেন তিনি।

১৯৫৬ : নিউজিল্যান্ডের ক্রিকেটার জন রেইডের জন্মদিন। ক্রিকেট ক্যারিয়ার শেষে ক্রিকেট প্রশাসনে কাজ করেছিলেন তিনি।

১৮৮৮ : ইংলিশ ক্রিকেটার ফ্রাঙ্ক মানের জন্মদিন। নিজ পরিবারে পারিবারিকভাবে পেশাদার ক্রিকেট খেলার সূচনা করেন তিনি।

১৯৬০ : কাউন্টি কিংবদন্তি কলিন ওয়েলসের জন্মদিন। ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন মাত্র দুই ওয়ানডে।

১৯৭৭ : নেদারল্যান্ডসের ক্রিকেটার বাস্তিয়ান জুইডেরেন্টের জন্মদিন।

২০০৩ : ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে রানের হিসাব ভুল হওয়ায় বিশ্বকাপের সুপার সিক্স থেকে বাদ পড়েছিল দক্ষিণ আফ্রিকা।

২০০৩ : ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে একই ম্যাচে সেঞ্চুরি এবং ৪ উইকেট নেওয়ার কীর্তি গড়েন নেদারল্যান্ডসের ক্রিকেটার ফেইকো ক্লুপেনবার্গ।

১৯৩০ : প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ত্রিশতক করেন অ্যান্ডি স্যান্ডহ্যাম। রেকর্ড গড়ার পরও দ্বিতীয় টেস্ট খেলার সুযোগ পাননি এই ইংলিশ ক্রিকেটার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৮ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৮ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৭ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৭ ফেব্রুয়ারি