ইউক্রেনে আগ্রাসনের একের পর এক ক্রীড়া সংগঠন থেকে নিষিদ্ধ হচ্ছে রাশিয়া। এরই ধারাবাহিকতায় প্যারা অলিম্পিকে রাশিয়াকে নিষিদ্ধ করেছেন আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটি (আইপিসি)। শুধু রাশিয়া নয়, রুশ সরকারকে সমর্থন দেওয়া বেলারুশকেও নিষিদ্ধ করা হয়েছে।
শনিবার (৫ মার্চ) থেকে শুরু হবে বেইজিং প্যারা অলিম্পিক। সেখানে থাকবে না রাশিয়া এবং বেলারুশের কোনো অ্যাথলেট। এমনকি নিরপেক্ষ দেশের অ্যাথলেট হিসেবেও মাঠে নামতে পারবে না।
এর আগে আইপিসি জানিয়েছিল, রাশিয়া এবং বেলারুশের অ্যাথলেটরা নিরপেক্ষভাবে অংশ নিবে। তবে এ নিয়ে সমালোচনার মুখে পড়ায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে আয়োজক প্রতিষ্ঠান।
রাশিয়া এবং বেলারুশকে নিষিদ্ধ করে এক বিবৃতিএ আইপিসি বলেছে, ‘তাদের অংশগ্রহণের খবরে অলিম্পিক ভিলেজে অগ্রহণযোগ্য পরিস্থিতির তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্থ অ্যাথলেটরা তাদের নিজ দেশের সরকারের কর্মের শিকার হয়েছেন।’
এবারের প্যারা অলিম্পিকে রাশিয়া থেকে ৭১ এবং বেলারুশ থেকে ১২জনের অংশ নেওয়ার কথা ছিল। তবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে অংশ নিতে পারছে না রুশ অ্যাথলেটরা। আর রাশিয়াকে সমর্থন দেওয়া শীতকালীন প্যারা অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ হারিয়েছে বেলারুশ।
স্পোর্টসমেইল২৪/পিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]