আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১ মার্চ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০১ মার্চ ২০২২
আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১ মার্চ

ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।

১৯৫৮ : পাকিস্তানের বিপক্ষে নিজের অভিষেক সেঞ্চুরিকে ত্রিশতকে পরিণত করেন ২১ বছর বয়সী গ্যারি সোবার্স। শেষ পর্যন্ত ৩৬৫ রানে অপরাজিত থাকেন তিনি।

২০০৩ : তিন বছর মুখোমুখি হয় পাকিস্তান এবং ভারত। এ ম্যাচে সাঈদ আনোয়ার ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি পান। তবে শচীন টেন্ডুলকারের ৯৮ রানে ভর করে ম্যাচে জয় পায় ভারত।

১৯৮০ : পাকিস্তানের হার্ডহিটার ব্যাটার শহীদ আফ্রিদির জন্মদিন।

১৯৫৮ : অস্ট্রেলিয়ার ব্যাটার ওয়াইন ফিলিপসের জন্মদিন। অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছেন ২৭ টেস্ট আর ৪৭ ওয়ানডে।

১৯৯৯ : অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৭৫ রানের ইনিংস খেলেন ব্যাটার ডেরিল কুলিন্যান। তার ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকা ৬২১ রানের সংগ্রহ পেলেও ম্যাচ জিততে পারেনি। 

১৯৫৩ : শ্রীলঙ্কার প্রথম অধিনায়ক বান্দুলা অন্নপূর্ণার জন্মদিন।

১৯৮১ : শ্রীলঙ্কার বাঁহাতি পেসার থিলান থুসারার জন্মদিন। শ্রীলঙ্কার হয়ে খেলেছিলেন ১০ টেস্ট আর ৩৮ ওয়ানডে।

১৯৮০ : পাকিস্তানের স্পিনার আব্দুর রেহমানের জন্মদিন। পাকিস্তানের হয়ে ২২ টেস্ট এবং ৩১ ওয়ানডে খেলেছিলেন এই স্পিনার।

২০০৩ : বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে বাদানুবাদে জড়ান হরভজন সিং এবং পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ। পরে অবশ্য সৌরভসহ সিনিয়র ক্রিকেটারদের বাধায় থামে এই বাদানুবাদ।

১৯৯৬ : ওয়ানডে বিশ্বকাপে এসে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে জয়ের স্বাদ পায় সংযুক্ত আরব আমিরাত। নেদারল্যান্ডসকে হারায় তারা। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৮ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৮ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৭ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৭ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৬ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৬ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৫ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৫ ফেব্রুয়ারি