আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৮ ফেব্রুয়ারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২
আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৮ ফেব্রুয়ারি

ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।

১৯৮৩ : ভারতের বিপক্ষে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জ্যামাইকাতে এই টেস্টে দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানদের জয়ের জন্য দরকার ছিল ১৭২ রান। ৬৫ রানে দুই উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সে সময় ব্যাটিংয়ে নেমে ৩৬ বলে ৬৫ রানের ইনিংস খেলেন ভিভ রিচার্ডস। এই ইনিংসে ভর করে ভারতকে হারায় ওয়েস্ট ইন্ডিজ।

১৯৫৭ : নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার ইয়ান স্মিথের জন্মদিন।

১৯৫১ : ভারতীয় ক্রিকেটার কার্শান গার্ভির জন্মদিন। ভারতের হয়ে খেলেছিলেন ৩৯ টেস্ট এবং ১৯ ওয়ানডে।

১৯১২ : অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ভিক্টর ট্রাম্পের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন।

১৯৭৫ : পাকিস্তানি অলরাউন্ডার আজহার মাহমুদের জন্মদিন।

১৯৮৫ : ইংলিশ পেসার টিম ব্রেসনানের জন্মদিন।

১৯৭৮ : পাকিস্তানি পেসার নাভিদ হাসানের জন্মদিন।

১৯৭৮ : নাভিদ হাসানের সতীর্থ ইয়াসির হামিদের জন্মদিন।

১৯৪৬ : কিউই অলরাউন্ডার গ্রাহাম ভিভিয়ানের জন্মদিন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৭ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৭ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৬ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৬ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৫ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৫ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৪ ফেব্রুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৪ ফেব্রুয়ারি