ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।
১৯৪৪ : দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার গ্রায়েম পোলকের জন্মদিন। দক্ষিণ আফ্রিকার ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন গ্রায়েম পোলক।
১২৯৫ : অস্ট্রেলিয়ার হয়ে নিজের প্রথম টেস্ট খেলতে নামেন লেগ স্পিনার ক্ল্যারি গ্রিমমেট। ক্যারিয়ারে খেলেছিলেন ৩৭ টেস্ট।
২০১১ : ব্যাঙ্গালুরুতে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং ভারত। রুদ্ধশ্বাস এ ম্যাচ শেষ পর্যন্ত ড্র করে দু’দল।
১৯২০ : ইংলিশ ব্যাটার রেগ সিম্পসনের জন্মদিন। ক্যারিয়ারে শুরুটা করেছিলেন ভারতে। ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন ২৭ টেস্ট।
২০০৩ : দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে ১৫ রানে ৭ উইকেট শিকার করেন গ্রেন ম্যাকগ্রা।
১৯৮২ : ইংলিশ অফ স্পিনার জেমস ট্রেডওয়েলের জন্মদিন।
১৯৬৬ : বাংলাদেশি ক্রিকেটার এনামুল হক মনির জন্মদিন। ক্যারিয়ারে ক্রিকেটার পরিচয়ের চেয়ে বড় হয়েছিল তার আম্পায়ার পরিচয়।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]