আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৪ ফেব্রুয়ারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২
আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৪ ফেব্রুয়ারি

ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।

২০১০ : ওয়ানডে ক্রিকেটে প্রথম দ্বিশতক করেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ রেকর্ড গড়েন তিনি।

২০১৫ : ওয়ানডে বিশ্বকাপ মঞ্চে প্রথমবারের মতো দ্বিশতক করেন ক্রিস গেইল। জিম্বাবুয়ের বিপক্ষে ক্যানবেরায় এ রেকর্ড গড়েন গেইল।

১৯৫১ : ইংলিশ ক্রিকেটার ডেরেক র‍্যানডলের জন্মদিন। ব্যাটিং গড় ৩৩ হলেও দারুণ ছিলেন ব্যাটিংয়ে। ১৯৭৬-৭৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে ১৭৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

১৯৩১ : ইংলিশ ক্রিকেটার ব্রায়ান ক্লোজের জন্মদিন। ১৯৪৯ থেকে ১৯৭৬ সালের মধ্যে মাত্র ২২ টেস্ট খেলেছিলেন তিনি। 

২০২০ : নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটার রস টেইলরে শততম টেস্টে ভারতকে ১০ উইকেটে হারায় কিউইরা।

২০০৩ : ওয়ানডে বিশ্বকাপে দারুণ ছন্দে ছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ এবং কানাডাকে হারিয়ে শুভ সূচনা করা লঙ্কান তৃতীয় ম্যাচে অঘটনের শিকার হয়। কেনিয়ার কাছে ৫৩ রানে লঙ্কানরা। কেনিয়াকে এই জয় এনে দেন বোলার কলিন্স ওবুয়া।

১৯৪৯ : ইংলিশ পেসার জন লেভারের জন্মদিন। ক্যারিয়ারে ২১ টেস্টের মধ্যে তিনটি খেলেছিলেন ভারতে। ভারতে খেলা সব টেস্টেই একবার করে পাঁচ উইকেট শিকার করেছিলেন। ক্যারিয়ার আরও বড় হতে পারতো। তবে ১৯৮১-৮২ সালে দক্ষিণ আফ্রিকায় বিদ্রোহী সিরিজ যোগ দিয়ে নিষিদ্ধ হন। পরে ৩৭ বছর বয়সে অবশ্য জাতীয় দলে ডাক পেয়েছিলেন।

১৯৫৯ : অজি ব্যাটার মাইক হুইটনির জন্মদিন। মাত্র ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে ১২ টির বেশি টেস্ট খেলতে পারেননি তিনি।

১৯৯৬ : প্রথম ক্রিকেটার হিসেবে ছয়টি বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েন পাকিস্তানি কিংবদন্তি জাভেদ মিয়াদাদ।

১৯৮৭ : শ্রীলঙ্কান ক্রিকেটার চামার কাপুদেগারার জন্মদিন।

১৯৮১ : পাকিস্তানি পেসার মোহাম্মদ সামির জন্মদিন।

১৯৫৮ : প্রথম ক্রিকেটার হিসেবে একই টেস্টে দ্বিশতক এবং ১০ উইকেট শিকারের কীর্তি গড়েন অজি নারী ক্রিকেটার বেটি উইলসন।

১৯২২ : ভারতে নেই ক্রিকেট বিস্ময়ের শেষ। তাদের মধ্যে একজন কানওয়ার সিং রাই। ভারতের হয়ে খেলেছিলেন মাত্র এক টেস্ট। পরে অবশ্য সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :