ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।
২০২২ : চট্টগ্রামে আফিফ হোসেন ধ্রুব এবং মেহেদি হাসান মিরাজের ১৭৪ রানের জুটিতে আফগানদের হারায় বাংলাদেশ। এ ম্যাচে ৪৫ রানেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়েছিল টাইগাররা। শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন আফিফ-মিরাজ।
২০০২ : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্রুততম দ্বিশতকের রেকর্ড গড়েন অজি উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট।
১৯৭৪ : দক্ষিণ আফ্রিকার ওপেনার হার্শেল গিবসের জন্মদিন। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ছয় বলে ছয় ছক্কা মেরেছিলেন তিনি।
১৮৪২ : ইংল্যান্ডের অধিনায়ক জেমস লিলিহোয়াইটের জন্মদিন। ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের প্রথম অধিনায়ক ছিলেন তিনি।
১৯৬৫ : স্টিভ এলওর্দির জন্মদিন। দক্ষিণ আফ্রিকার এই পেসার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ৩৩ বছর বয়সে।
১৯৪৭ : ইংলিশ স্পিনার জিওফ কপের জন্মদিন। ইংল্যান্ডের হয়ে নিজেকে মেলে ধরতে না পারলেও কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারের হয়ে দারুণ ছিলেন তিনি।
২০১৪ : ডেল স্টেইনের বোলিং তোপে পোর্ট এলিজাবেথে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩১ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা।
১৮০৬ : টেস্ট ক্রিকেটার হেনরি জেনার জন্মদিন। সবচেয়ে বেশিদিন বেঁচে থাকা টেস্ট ক্রিকেটার তিনি।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]