১৯৬৫ : ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিকেটার কেইথ আথারটনের জন্মদিন।
১৯৫১ : নিউজিল্যান্ডের ব্যাটার নেইল পার্কারের জন্মদিন। ক্যারিয়ারে তিনটি টেস্ট সেঞ্চুরি করেন তিনি। তবে সেঞ্চুরি করার ম্যাচে একবারও জয় পায়নি কিউইরা।
১৯৪৫ : মুম্বাইয়ের স্পিনার সুধীর নাইকের জন্মদিন। ১৯৭৪ সালে অভিষেকে ৭৭ রানের ইনিংস খেলে নজর কাড়লেও পরে পুরো ক্যারিয়ারে ৬০ রান করেছিলেন তিনি।
১৯৪৬ : ওয়েস্ট ইন্ডিজের জ্যামাইকান কিংবদন্তি ওপেনার ডেসমন্ড লুইসের জন্মদিন। ক্যারিয়ারের অভিষেকে ভারতের বিপক্ষে মাঠে নেমেই নজর কাড়েন এই ওপেনার।
১৯০৮ : দক্ষিণ আফ্রিকান পেসার নেভিল কুইনের জন্মদিন।
১৮৮৩ : প্রোটিয়া ক্রিকেটার মাইক কমম্লির জন্মদিন। শুধু ক্রিকেট হয় দক্ষিণ আফ্রিকার হয়ে ফুটবলও খেলেছিলেন তিনি।
১৯৭৬ : ভারতীয় ক্রিকেটার শ্রীধরন শ্রীরামের জন্মদিন।
১৮৮৯ : ইংলিশ ক্রিকেটার জনি ব্রিগস মাত্র ৪ রানে ১৫ উইকেট শিকার করেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক প্রস্ততিমূলক ম্যাচে এ কীর্তি গড়েন তিনি।
২০০৩ : দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন ডারবানের এক নাইট ক্লাবে রাতে মদ্যপ অবস্থায় ক্রিস কোয়ার্নস আর ব্রেন্ডন ম্যাককালামকে পাওয়া যায়।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]