ভাষা শহীদদের প্রতি সাকিব-মুশফিক-জ্যোতিদের শ্রদ্ধা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২
ভাষা শহীদদের প্রতি সাকিব-মুশফিক-জ্যোতিদের শ্রদ্ধা

২১ ফেব্রুয়ারি; শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষা আন্দোলনের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন তারা।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নিজের ফেসবুক পেজে ভাষা শহীদদের স্মরণে লিখেছেন, ‘মহান ২১ শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ শহীদ মিনারের ছবি শেয়ার করে লিখেছেন, ‘সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মমিনুল হকও শহীদ মিনারের ছবি শেয়ার করে লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

বাংলাদেশ ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক ছাড়াও অন্যান্য ক্রিকেটাররাও ফেসবুকে তাদের অ্যাকাউন্ড বা অফিসিয়াল পেজে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছেন।

দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ভেরিফাইড ফেসবুক পেজে ভাষা শহীদদের স্মরণে লিখেন, ‘মায়ের ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া সকল সেরা সন্তানদের প্রতি থাকলো বিনম্র শ্রদ্ধা।’

উইকেটরক্ষক-ব্যাটার ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ফেসবুক পেজে তিনি লিখেন, ‘১৯৫২ সালের ভাষা শহীদদের জানাই অসীম শ্রদ্ধা। সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

জাতীয় দলের পেসার রুবেল হোসেন শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে থাকা নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‌‘বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি, সেই সকল শ্রেষ্ঠ সন্তানদের, যাদের কারণে আজ মায়ের ভাষায় কথা বলতে পারছি। সকল ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি। একুশ আমার অহংকার।’

ওয়ানডে বিশ্বকাপ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটাররা। সেখান থেকেই তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তার ভেড়িফায়েড ফেসবুক পেজে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’

জাতীয় নারী দলের পেসার জাহানারা আলম এক পোস্ট লিখেছেন, ‘সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। বাংলা ভাষা আমার অহংকার। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জ্যোতির চোখ-মুখে স্বপ্ন পূরণের আনন্দ

জ্যোতির চোখ-মুখে স্বপ্ন পূরণের আনন্দ

ইন্দোনেশিয়ায় দলগত ইভেন্টেও বাংলাদেশের পদক জয়

ইন্দোনেশিয়ায় দলগত ইভেন্টেও বাংলাদেশের পদক জয়

শ্যুটিংয়ে বাংলাদেশের দলগত সাফল্য

শ্যুটিংয়ে বাংলাদেশের দলগত সাফল্য

ই-কমার্স ব্যবসায় সাকিব

ই-কমার্স ব্যবসায় সাকিব