ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।
১৯৯০ : ব্রেট ভ্যান্স এক ওভারে ৭৭ রান নেন। ঘটনাটি ঘটেছিল নিউজিল্যান্ডের একটি ক্রিকেট ম্যাচে।
২০১৬ : আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম।
১৯৫৭ : হিউজ টাইফিল্ডের দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়াকে হারায় দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচে প্রথম ইনিংসে ৪ উইকেট নেন টাইফিল্ড। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট নিয়ে অজিদের ধসিয়ে দেন টাইফিল্ড।
১৯৬৩ : ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের ক্যারিয়ারের ইতি টানেন দুই কিংবদন্তি অজি ক্রিকেটার নেইল হার্ভি এবং অ্যালান ডেভিডসন।
১৯৯৩ : বোম্বেতে ভারতের বিপক্ষে নিজের ক্যারিয়ারের প্রথম টেস্টে সেঞ্চুরিকে ১৭৮ রানের ইনিংসে পরিণত করেন ইংলিশ ক্রিকেটার গ্রায়েম হিক।
১৯৪৯ : ইংলিশ অফ স্পিনার এডি হেমিংসের জন্মদিন। ইংল্যান্ডের হয়ে ১৬ টেস্ট এবং ৩৩ ওয়ানডে খেলেছিলেন তিনি।
১৯৭৪ : বালুচিস্তানের বিপক্ষে ১৯৭৪ সালে ৪২৮ রানের ইনিংস খেলেন আফতাব বালুচ।
১৯৭৫ : ক্যারিবিয়ান ওপেনার লেন বেইচান ক্যারিয়ারে করেছিলেন মাত্র একটি সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার এই সেঞ্চুরিতেই ম্যাচ বাঁচায় ওয়েস্ট ইন্ডিজ।
১৯৮৩ : অজি পেসার ক্লিন্ট ম্যাকাইয়ের জন্মদিন। ক্যারিয়ারের শুরুতে অনেক আশা দেখালেও শেষ পর্যন্ত আর কড়ি থেকে ফুল হয়ে ফুটতে পারেননি তিনি।
১৯৭৬ : ভারতীয় ক্রিকেটার রোহান গাভাস্কারের জন্মদিন। বাবা সুনীল গাভাস্কারের মতো ক্রিকেটার হতে পারেননি তিনি।
১৯৬৮ : প্রথমবারের মতো বিদেশের মাটিতে টেস্ট জেতে ভারত।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]