ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।
১৯৬১ : মেলবোর্নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এক্সসাইটিং এই ম্যাচ দেখতে মেলবোর্নে উপস্থিত হয়েছিল ৯০ হাজার ৮০০ দর্শক।
১৯৫৬ : ক্যারিবিয়ান কিংবদন্তি ব্যাটার ডেসমন্ড হেইনসের জন্মদিন। আরেক ক্যারিবিয়ান কিংবদন্তি গর্ডন গ্রিনিজের সাথে অসাধারণ ওপেনিং জুটি গড়ে তুলেছিলেন তিনি।
১৯৩২ : দক্ষিণ আফ্রিকাকে দুই ইনিংসে ৩৬ এবং ৪৫ রানে অলআউট করেছিল অস্ট্রেলিয়া। এ ম্যাচে ২৪ রানে ১১ উইকেট শিকার করেন পেসার ব্রেট আইরনমঙ্গার। এটাই টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম রানে ১০ উইকেট শিকার করার রেকর্ড।
১৯২১ : মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। এ ম্যাচে অজি বোলার আর্থুর মেইলি ১২১ রানে ৯ উইকেট শিকার করেন।
১৯৯৮ : ৯৬ বছর পর টেস্টে ১০ নম্বরে নেমে সেঞ্চুরির রেকর্ড করেন প্যাট সিমক্স। এ ম্যাচে উইকেটরক্ষক মার্ক বাউচার সাথে ১৯৫ রানের জুটি গড়েন তিনি।
১৯৬৫ : দক্ষিণ আফ্রিকান পেসার ক্রেইগ ম্যাথিউসের জন্মদিন।
১৯৭৯ : কিউই পেসার হ্যামিশ মার্শালের জন্মদিন।
১৯৬০ : দক্ষিণ আফ্রিকান বোলার ভিনসেন্ট বার্নসের জন্মদিন। ক্যারিয়ারজুড়ে তার বোলিং গড় ছিল মাত্র ১১.২৫।
১৮৭৮ : ইংলিশ ব্যাটার জ্যাক শার্পের জন্মদিন। টেস্ট ক্রিকেটের শততম সেঞ্চুরি তিনিই করেছিলেন। ইংল্যান্ডের হয়ে ফুটবল এবং ক্রিকেট দুইটিই খেলেছিলেন। ইংলিশ লিগে তার ক্লাব ছিল এভারটন।
১৮৬৬ : প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল হংকং এবং সাংহাই। এ সিরিজের নামের দেওয়ার ইন্টারপোর্ট টুর্নামেন্ট।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]