শীতকালীন অলিম্পিকের ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ হয়েছিলেন রাশিয়ান অ্যাথলেট কামিলা ভালিয়েভা। তবে শীতকালীন নিজ ইভেন্ট স্কেটিং শুরুর আগেই নিষেধাজ্ঞা মুক্ত হয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছেন তিনি।
২০২১ সালের ২৫ ডিসেম্বর ডোপ টেস্টে পজিটিভ হয়েছিলেন ১৫ বছর বয়সী স্কেটার কামিলা ভিয়েলভা। এ কারণে নিজ দেশ রাশিয়াতেও নিষিদ্ধ হয়েছিলেন তিনি। তবে তার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রাশিয়া। এরপরেও আন্তর্জাতিক টুর্নামেন্টে নিষিদ্ধ ছিলেন তিনি।
এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোর্ট অব অ্যাট্রিবিউশন ফর স্পোর্টে আপিল করেন কামিলা ভালিয়েভা। সেখানেই তার পক্ষে রায় দেয় আদালত।
তারা জানায়, ‘কামিলা ভালিয়েভা ১৬ বছরের নিচে হওয়ায় ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির বিধিমতো নিরাপদ ব্যক্তি। তার টুর্নামেন্টে অংশ নিতে কোনো বাধা নেই।’
আদালত আরও জানায়, শীতকালীন অলিম্পিকে কামিলা ভালিয়েভার অংশ না নেওয়া হবে ‘অপূরণীয় ক্ষতি’।
আদালতের এ রায়ের পর তাকে শীতকালীন খেলার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এ টুর্নামেন্টে খেলতে নামবেন তিনি। এবারের অলিম্পিকে নারীদের ব্যক্তিগত স্কেটিং ইভেন্টে স্বর্ণ পদকের অন্যতম দাবিদার হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছে।
রাশিয়ান এই অ্যাথলেটকে শীতকালীন অলিম্পিকে খেলতে দেওয়ার বিরোধীতা করেছে যুক্তরাষ্ট্র অলিম্পিক কমিটি। তারা জানিয়েছে, ‘ আদালতের এই রায় সবার জন্য হতাশাজনক।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]