সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল পবিত্র কোরআনের হাফেজ বাংলাদেশের তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি। তবে এ তথ্য ভুল বলে জানিয়েছেন তিনি। নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মৃত্যুঞ্জয় চৌধুরি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে নজর কেড়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরি। বিপিএলে নিজের অভিষেক ম্যাচেই সিলেট সানরাইজার্সের বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক। এরপরেই লাইমলাইটে আসেন এ তরুণ পেসার।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরিত্র কোরআনের হাফেজ মৃত্যুঞ্জয় চৌধুরি। তবে এ তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন তিনি।
মৃত্যুঞ্জয়ের পক্ষ থেকে তার সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়, ‘বিভিন্ন পেজে এটা লিখে প্রচারণা করা হচ্ছে যে মৃত্যুঞ্জয় কোরআন এর হাফেজ । যেটা সবার ভুল ধারণা । উনি কোরআন এর হাফেজ নন তবে একজন দ্বীনদার মুসলিম।’
এবারে বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলছেন তিনি। এখন পর্যন্ত বিপিএলে ছয় ম্যাচ খেলে শিকার করেছেন ১৩ উইকেট। এর মধ্যে অভিষেক ম্যাচেই করেছিলেন হ্যাটট্রিকের রেকর্ড।
এই বাঁহাতি পেসার ২০২০ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। সে আসরের পুরো টুর্নামেন্টে খেললেও ইনজুরির কারণে ফাইনালে মাঠে নামতে পারেননি তিনি। এরপর থেকেই বিভিন্ন সময় ইনজুরির সাথে লড়াই করেছেন তিনি। সেই ইনজুরি কাটিয়েই ফিরেছেন মাঠে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]