১০ মিটার এয়ার রাইফেলের পুরুষ দলগত বিভাগের স্বর্ণপদক জয়ের লড়াইয়ে হেরেছে বাংলাদেশ। এ বিভাগে রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। একই ইভেন্টের নারীদের দলগত বিভাগেও এসেছে সাফল্য। নারীরা জিতেছে ব্রোঞ্জ পদক।
শনিবার (১২ ফেব্রুয়ারি) ইন্দোনেশিয়ার জাকার্তায় সোনার পদক নির্ধারণী ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১৬-১৪ ব্যবধানে হারে বাংলাদেশ। এ ইভেন্টের ব্রোঞ্জ পেয়েছে থাইল্যান্ড।
দলগত বিভাগের বাছাইয়ে পর্বের প্রথম ধাপে বাংলাদেশ ৯৩০ স্কোর তুলে শীর্ষে ছিল। দ্বিতীয় স্থানে থাকা সিঙ্গাপুরের ছিল ৯২৯.৭ স্কোর।
দ্বিতীয় ধাপেও ছিল বাংলাদেশের আধিপত্য। ৬২২.৮ স্কোর তুলে দ্বিতীয় স্থানে রাখে সিঙ্গাপুরকে (৬২১)। তবে ফাইনালে গিয়ে পারেনি শোভন-রাব্বিদের নিয়ে গড়া বাংলাদেশ দল।
শোভন ও রাব্বী অবশ্য ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত ইভেন্টের হতাশাই উপহার দিয়েছিলেন। ব্যক্তিগত লড়াইয়ে দুইজনই সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন।
একই দিনে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগেও পদক পেয়েছে বাংলাদেশ। নাফিসা তাবাস্সুম, সৈয়দা আতকিয়া হাসান দিশা ও সাজিদা হককে নিয়ে গড়া দলটি জিতেছে ব্রোঞ্জ।
ইন্দোনেশিয়ার এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো রুপা পেল বাংলাদেশ। এর আগে ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত বিভাগে নাফিসা তাবাস্সুম ও মোহাম্মদ আলি ব্রোঞ্জ জিতেছিলেন।
এই আসরে বাংলাদেশ প্রথম পদক পায় নাফিসার হাত ধরে। ব্যক্তিগত ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]