ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।
১৯৩৭ : অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম সেরা ওপেনার বিল লাওরির জন্মদিন।
২০০৩ : ড্রাগ কেলেঙ্কারিতে অভিযুক্ত হন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার শেন ওয়ার্ন। এমনকি ডোপ টেস্টে পজিটিভও হন তিনি। তাকে বিশ্বকাপ থেকে দেশে ফেরত পাঠিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।
১৯৪৮ : ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা অধিনায়ক ফ্র্যাঙ্ক ওরেলের অভিষেক। ১৩ বছরে ওয়েস্ট ইন্ডিজকে ৩৭ টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
১৯৪৮ : একই টেস্টে নিজের অভিষেক টেস্ট খেলেন ইংল্যান্ডের কিংবদন্তি উইকেটরক্ষক বিলি গ্রিফিথ।
১৯৩৮ : নিউজিল্যান্ডের ব্যাটার ডেভ কংডনের জন্মদিন। ক্যারিয়ারের গ্রাফ খুব ভালো না হলেও ১৯৬০-৭০ এর দশকে নিউজিল্যান্ডের তিন নম্বর ব্যাটিং পজিশনের ভরসা ছিলেন তিনি।
১৯৭০ : ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেননি, এমন ক্রিকেটারদের তালিকা করলে উপরের দিকে নাম থাকবে আলি ব্রাউনের। তার জন্মদিন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]