ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।
১৯৬৩ : ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের জন্মদিন। ক্রিকেটার হিসেবে তার গ্রহণযোগ্যতা সবসময়ই ছিল উপরের দিকে। তবে ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে শেষ করে দিয়েছেন নিজের ক্যারিয়ার।
১৯৫২ : নিজেদের ২৫তম টেস্টে এসে জয়ের দেখা পায় ভারত। ভিনু মানকড়ের বোলিং তোপে ইংলিশ ব্যাটাররা ক্রিজে থিতু হতে পারেননি। এতেই মাদ্রাজে প্রথম জয়ের দেখা পায় ভারত।
১৯৭৩ : মোশতাক মোহাম্মদ এবং আসিফ ইকবালের বোলিং তোপে ডানেডিনে নিজেদের প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় পাকিস্তান।
১৯৭৬ : বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলটের জন্মদিন।
১৯৯০ : বিদ্রোহী টেস্টে জোহানেসবার্গে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড একাদশ। নেলসন ম্যান্ডেলার মুক্তির দাবিতে উত্তাল ছিল পুরো দক্ষিণ আফ্রিকা।
১৯৬৯ : রাজনৈতিক উত্তেজনার সময় এমসিসির হয়ে পাকিস্তান সফরে এসেছিলেন কলিম কাওড্রে। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে চা না থাকায় খেলতে অস্বীকৃতি জানান কাওড্রে।
১৯৩৬ : ভারতীয় ব্যাটার মনোহর হার্ডিকারের জন্মদিন। মুম্বাইয়ের হয়ে দারুণ সফল হলেও জাতীয় দলে অর্জনের খাতা শূণ্য।
১৯২৯ : শেফিল্ড শিল্ডে রান আউটের শিকার স্যার ডন ব্রাডম্যান। পুরো ক্রিকেট ক্যারিয়ারে এই একবারই রান আউটের শিকার হয়েছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]