বৃষ্টির বাগড়ায় দিনের প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচের জন্য চলছিল অপেক্ষা। বৃষ্টি কমে আসায় মাঠের পাশে অনুশীলনে নেমেছিলেন বেশ কিছু ক্রিকেটার। সেখানেই দাঁড়িয়ে ইলেক্ট্রিক সিগারেট ধূমপান করেন বিপিএলে মিনিস্টার ঢাকার হয়ে খেলা আফগানিস্তনের ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০তম ম্যাচের আগে এমন ঘটনা ঘটে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচ শুরু হওয়ার আগেই বাগড়া দেয় বৃষ্টি। দীর্ঘ অপেক্ষার পর বাতিল করা হয় ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্সের মধ্যকার দিনের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচ বাতিল হওয়ার পর বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচও শুরু হতে দেরি হচ্ছিল।
মাঝে বৃষ্টি কমে আসলে মাঠ প্রস্তুতির প্রস্তুতি শুরু হয়। সন্ধ্যা সোয়া ৬টায় দিকে মাঠে নামেন দুই দলের বেশ কয়েকজন ক্রিকেটার। দু’জন স্বদেশীও ক্রিকেটারের সঙ্গে মাঠে নামেন মোহাম্মদ শাহজাদও। মাঠে নেমে অনুশীলন নেটের পাশেই দাঁড়িয়ে গল্প করছিলেন তারা।
গল্পের এক পর্যায়ে ইলেক্ট্রিক সিগারেট বের করে পান করতে থাকেন শাহদাজ। বিষয়টি মিনিস্টার ঢাকার মিডিয়া ম্যানেজারের দৃষ্টিগোচর হলে এগিয়ে গিয়ে শাহজাদকে ধূমপান থেকে বিরত রাখার চেষ্টা করেন। তবে এরপর শাহজাদকে ধূমপান করতে দেখা যায়।
সর্বশেষ মিনিস্টার ঢাকার কোচ মিজানুর রহমান বাবুল ও ওপেনার তামিম ইকবাল শাহজাদকে ধূমপান করা থেকে বিরত রাখেন।
এর আগে আচরণবিধি ভঙ্গ করে নিজ দেশে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) কর্তৃক নিষিদ্ধ হয়েছিলেন উইকেটরক্ষক ও ব্যাটার মোহাম্মদ শাহজাদ। সবশেষে ক্ষমা চাওয়ায় শর্তসাপেক্ষে তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় এসিবি।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]