ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।
১৯৭৩ : কিউই কিংবদন্তি পেসার রিচার্ড হ্যাডলির অভিষেক। অভিষেক টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ১১২ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি।
১৯৯২ : অকল্যান্ডের কঠিন পিচে ১১২ রানের ইনিংস খেলেন গ্রাহাম গুচ। সে ইনিংসের উপর ভর করেই নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পায় ইংল্যান্ড।
১৯৬১ : এক ম্যাচের বিস্ময় জো বেঞ্জামিনের জন্মদিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডকে জয় এনে দেন বেঞ্জামিন। ডাক পান পরবর্তী অ্যাশেজ সিরিজে, সেখানে দুই ওয়ানডে খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ পড়েন। তবে কাউন্টি ক্রিকেটে স্বমহিমায় উজ্জ্বল ছিলেন তিনি।
১৯৮৮ : ডেভিড বুনের ১৮৪* রানের ইনিংসে ভর করে ইংল্যান্ডকে হারায় অস্ট্রেলিয়া। এ টেস্টে ৪৯২ মিনিট ব্যাটিং করে এ ইনিংস খেলেন তিনি।
১৯৬৮ : আমিনুল ইসলাম বুলবুলের জন্মদিন। বাংলাদেশের অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাঁকান আমিনুল ইসলাম বুলবুল।
১৯৮৫ : লঙ্কান ওপেনার উপুল থারাঙ্গার জন্মদিন।
১৮৯২ : মেলবোর্ণের বাইরে প্রথম টেস্ট হ্যাটট্রিক! সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন জনি ব্রিকস।
১৯৮৭ : বাংলাদেশি বাঁহাতি ওপেনার ইমরুল কায়েসের জন্মদিন।
১৯৯৫ : লঙ্কান বিতর্কিত ক্রিকেটার কুশল মেন্ডিসের জন্মদিন। অনেক আশা নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে আসলেও একের পর এক বিতর্কের সাথে জড়াচ্ছেন তিনি।
২০০৫ : ইংলিশ ব্যাটার কেভিন পিটারসেন তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেন। এ ম্যাচেই প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের অভিষেক হয়। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার এ ম্যাচ শেষ পর্যন্ত টাই হয়।
১৯৫৫ : ভারতীয় ক্রিকেটার ইম্যানুয়েল বেঞ্জামিনের জন্মদিন। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ শেফিল্ড শিল্ডে খেলেছেন তিনি। এর আগে এ কীর্তি গড়েছিলেন রুসি সুরতি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]