মা হারিয়েছেন আ জ ম নাসির উদ্দিন, বিসিবির শোক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৯ পিএম, ৩১ জানুয়ারি ২০২২
মা হারিয়েছেন আ জ ম নাসির উদ্দিন, বিসিবির শোক

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আ জ ম নাসির উদ্দিনের মা ফাতেমা জহুরা বেগম মারা গেছেন। বার্ধক্যজনিত জটিলতায় সোমবার (৩০ জানুয়ারি) সকালে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স ছিল ৯০ বছর।

পরিচালক আ জ ম নাসির উদ্দিনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আ জ ম নাসির উদ্দিন এবং তার পরিবারের প্রতি শোক ও গভীর সমবেদনা জানিয়েছে বিসিবি।

শোক বার্তা বিসিবি জানায়, বার্ধক্যজনিত জটিলতায় সোমবার সকালে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে বিসিবির পরিচালক আ জ ম নাসির উদ্দিনের মা জহুরা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৯০ বছর।

আ জ ম নাসির উদ্দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ছাড়াও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে নিয়োজিত রয়েছেন তিনি।

বিসিবির পরিচলক ছাড়াও আ জ ম নাসির উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ, যিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তৃতীয় মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

‘রিভিউ থাকলে টেন্ডুলকারের পাশে লাখ রান জ্বলজ্বল করতো’

‘রিভিউ থাকলে টেন্ডুলকারের পাশে লাখ রান জ্বলজ্বল করতো’

ক্রিকেট ছাড়ার চিন্তা করেছিলেন অস্ট্রেলিয়ার বর্ষসেরা স্টার্ক

ক্রিকেট ছাড়ার চিন্তা করেছিলেন অস্ট্রেলিয়ার বর্ষসেরা স্টার্ক

বিপিএল অভিষেকেই মৃত্যুঞ্জয়ের হ্যাটট্টিক

বিপিএল অভিষেকেই মৃত্যুঞ্জয়ের হ্যাটট্টিক

শেন বন্ড : অকালে হারানো তাসমান সাগরপাড়ের গতিদানব

শেন বন্ড : অকালে হারানো তাসমান সাগরপাড়ের গতিদানব