ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।
১৯৯৩ : পার্থের ওয়াকা স্টেডিয়ামে অজিদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত পারফর্মেন্স দেখে বিশ্ব। মাত্র ৩২ বলের ব্যবধানে ১ রান দিয়ে ৭ উইকেট তুলে নেন কার্টলি অ্যামব্রোস। ২৫ রানে ৭ উইকেট শিকার করেন তিনি।
১৯২৯ : দক্ষিণ আফ্রিকার অন্যতম কিংবদন্তি স্পিনার হিউজ টাইফিল্ডের জন্মদিন। টার্ন কিংবা অ্যাকুরেসি, ব্যাটারদের জন্য আতঙ্কের নাম।
১৮৮৩ : ইংল্যান্ডে ফিরেছিল অ্যাশেজ। এখান থেকেই শুরু অ্যাশেজের ঝাঁজ।
১৯৯০ : অজি গতিদানব মিচেল স্টার্কের জন্মদিন। অজিদের ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি।
১৯৪২ : ইংলিশ পেসার ডেভিড ব্রাউনের জন্মদিন। ইংলিশদের হয়ে মাত্র ২৬ টেস্ট খেলেছেন এ পেসার। ১৯৬৫-৬৬ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ইনিংস ব্যবধানের জয়ের নায়ক ছিলেন তিনি।
১৯৩৪ : প্রথম অস্ট্রেলিয়ান হয়ে পঞ্চাশ বছর বয়সে টেস্ট ক্রিকেট খেলেছিলেন বার্ট আইরনমঙ্গার। শেফিল্ড শিল্ডে ক্যারিয়ারের শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেন তিনি।
১৯৮৫ : শ্রীলঙ্কান অফ স্পিনার সুরাজ রানদিভের জন্মদিন। কোনো বৈচিত্র্য না থাকায় বেশ দ্রুতই শেষ হয় তার আন্তর্জাতিক ক্যারিয়ার। এর পরে অস্ট্রেলিয়ায় তাকে বাস ড্রাইভার হিসেবে দেখা যায়।
১৮৫৩ : আইরিশ ক্রিকেটের প্রথম তারকা লেল্যান্ড হোনের জন্মদিন। প্রথম আইরিশ হিসেবে টেস্ট খেলেন তিনি। হোন তার টেস্ট ক্যারিয়ারের পুরোটা সময় ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]