আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৮ জানুয়ারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৪ পিএম, ২৮ জানুয়ারি ২০২২
আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৮ জানুয়ারি

ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।

১৮৭৩ : অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার মন্টি নোবেলের জন্মদিন। অধিনায়ক হিসেবে অ্যাশেজ জয়ের কীর্তিও আছে তার।

২০১২ : অ্যাডিলেডে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। এ টেস্টে সেঞ্চুরি করেন রিকি পন্টিং এবং মাইকেল ক্লার্ক। পুরো সিরিজে একটি টেস্টও জিততে পারেনি ভারত। এটা ছিল দেশের বাইরে ভারতের টানা আট সিরিজে হার।

১৯৮৬ : পাকিস্তানের মিডল অর্ডারের অন্যতম ভরসা ছিলেন আসাদ শফিক। এ দিন তার জন্মদিন। পাকিস্তান ক্রিকেটে প্রচারণার আলো থেকে দূরে থাকা এক ক্রিকেটার। গলি ক্রিকেট থেকে জাতীয় দলে এসেছিলেন তিনি।

১৮৮৭ : সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৪৫ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। ইংলিশদের টেস্ট ইতিহাসে এটাই সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড। অজিদের হয়ে চার্লি টার্নার ১৫ রানে ৬ উইকেট এবং জেজে ফেরিস ২৭ রানে ৪ উইকেট শিকার করেন।

১৯৭৬ : ভারতীয় স্পিনার এরাপাল্লি প্রসন্নের বোলিং তোপে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ হয় পায় ভারত। এ ম্যাচে ৩৫ বছর বয়সী এ স্পিনার ৭৬ রানে ৮ উইকেট শিকার করেন। দেশের বাইরে ভারতের অন্যতম সেরা স্পিনার ছিলেন প্রসন্ন।

১৯৬৪ : ইংলিশ পেসার ডেভিড লওরেন্সের জন্মদিন। মাত্র ছয় টেস্টেই থেমে গিয়েছিল তার ক্যারিয়ার। হাঁটুর ইনজুরির কারণে প্রতিভার বিকাশ ঘটাতে পারেননি তিনি।

১৮৮০ : প্রথম শ্রেণির ক্রিকেটের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্রেড স্ট্রুডউইকের জন্মদিন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১২৪৫ টি ডিসমিসাল করেছিলেন তিনি। ১৯৭৫ সালে তার এ রেকর্ড ভাঙেন জন মুরে। প্রথম শ্রেণির ক্রিকেটে সফল হলেও আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ২৯ ম্যাচেই থেমেছে ক্যারিয়ার।

১৯৪৯ : টেস্ট ক্রিকেটে টানা ষষ্ঠবারের মতো হাফসেঞ্চুরি করেন ক্যারিবিয়ান তারকা এভারটন উইকস। এ ম্যাচে মাদ্রাজে ইনিংস ব্যবধানে হারায় ওয়েস্ট ইন্ডিজ।

১৯০৬ : নিউজিল্যান্ডের অভিষেক টেস্টের ক্রিকেটার হেনরি ফুলির জন্মদিন। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে মাত্র ৪ রান করেছিলেন। পরে অবশ্য ক্যারিয়ার আর বড় হয়নি।

১৯৭৬ : অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চলাকালীন নিজের মেজাজ হারিয়ে বসেন ভারতীয় স্পিনার বিএস চন্দ্রশেখর। পরে অবশ্য ওই টেস্টে জিতেছিল ভারত।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৭ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৭ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৬ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৬ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৫ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৫ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৪ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৪ জানুয়ারি