প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগে আরটি-পিসিআর টেস্টে পজিটিভ হন তিনি। আপাতত নিজ বাড়িতে তিনি কোয়ারেন্টিনে আছেন।
করোনাভাইরাসে আক্রান্তে খবর টুইটারে নিশ্চিত করেছেন আফ্রিদি। আফ্রিদি লিখেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। কিন্তু একটুও উপসর্গ নেই।’
তিনি আরও বলেন, ‘আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো। যত দ্রুত সম্ভব কোয়েটা গ্লাডিয়েটর্সে যোগ দেব। পিএসএল’র প্রতিটি দলের জন্য শুভেচ্ছা রইলো। অবশ্যই আমার শেষ পিএসএলে নিজের সেরাটা উজার করে দিব।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) করোনা প্রটোকল মেনে সাতদিন বাড়িতে কোয়ারেন্টাইনে থাকবেন আফ্রিদি। সাতদিনের কোয়ারেন্টাইন শেষে করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই দলের সাথে যোগ দিতে পারবেন তিনি।
এবারের পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলবেন ৪১ বছর বয়সী আফ্রিদি। এর আগে সুলতানস, পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়ে খেলেছিলেন তিনি। পিএসএলে এখন পর্যন্ত ৫০টি ম্যাচ খেলে ৪৬৫ রান ও বল হাতে ৪৪টি উইকেট নিয়েছেন এ অলরাউন্ডার।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]