আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৬ জানুয়ারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৯ পিএম, ২৬ জানুয়ারি ২০২২
আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৬ জানুয়ারি

ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।

১৯৫৪: অস্ট্রেলিয়ার কিংবদন্তি সাবেক ক্রিকেটার কিম হিউজের জন্মদিন। ক্যারিয়ারে অনেক উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকলেও তা করতে পারেননি। তাই তো অসময়েই বিদায় জানিয়েছিলেন ক্যারিয়ারকে।

১৯৬২ : অস্ট্রেলিয়ার অফ স্পিনার টিম মে’র জন্মদিন। দলে জায়গা পাওয়ার জন্য শেন ওয়ার্নের সাথে বেশ লড়াই হয়েছিল তার।

১৯৬৩ : সাইমন ও’ডোনেলের জন্মদিন। ক্যান্সারজয়ী এ ক্রিকেটার ১৯৮৭ সাথে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিল। ১৯৯০ সালে ১৮ বলে হাফ সেঞ্চুরি করে তাক লাগিয়েছিলেন তিনি।

১৯৫৭ : ভারতীয় স্পিনার শিভলাল যাদবের জন্মদিন। ক্যারিয়ার জুড়ে খুব বেশি অর্জন না থাকলেও অস্ট্রেলিয়াকে একবার বেশ ভুগিয়েছিলেন তিনি। ১৯৮৫-৮৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৮ রানে ৮ উইকেট শিকার করেন তিনি।

১৯৬৮ : কিউই পেসার ক্রিস প্রিঙ্গেলের জন্মদিন। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পরের বছরই জাতীয় দলে পা রাখেন তিনি। ১৯৯০-৯১ সালে ফয়সালাবাদে ১৫২ রানে ১১ উইকেট শিকার করেন। পরে অবশ্য জানান, ওই ম্যাচে বল টেম্পারিং করেছিলেন তিনি।

১৯৫৪ : ভারতীয় বামহাতি স্পিনার দিয়ানা এলুজির জন্মদিন। ভারতের হয়ে ১৯৭৬ থেকে ১৯৯৩ সালের মধ্যে ২০ টেস্ট এবং ৩৪ ওয়ানডে খেলেছেন তিনি। এ সময়ে ভারতের হয়ে অসংখ্য ম্যাচে জয়ের নায়ক ছিলেন তিনি।

১৯৮২ : কানাডার উইকেটরক্ষক ব্যাটার আশিস বাগাইয়ের জন্মদিন। মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি।

১৯৯৩ : অ্যাডিলেডে কোর্টনি ওয়ালশের বোলিংয়ে মাত্র এক রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ইতিহাসের সবচেয়ে ছোট ব্যবধানে জয়ের রেকর্ড এটি।

১৯৮৯ : ১৫৬ টেস্টের ক্যারিয়ারে ৩৯ উইকেট শিকার করেছিলেন অ্যালান বোর্ডার। সিডনিতে এ অজি ব্যাটারের বোলিং তোপে গুটিয়ে গিয়েছিল ক্যারিবিয়ানদের ইনিংস।

১৯৮১ : অজিদের রান পাহাড়ে চাপা পড়েছিল ভারত। শেষ পর্যন্ত সন্দ্বীপ পাতিলের ১৭৪ রানে ভর ম্যাচ ড্র করে ভারত।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৫ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৫ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৪ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৪ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৩ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৩ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২২ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২২ জানুয়ারি