আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২১ জানুয়ারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৭ পিএম, ২১ জানুয়ারি ২০২২
আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২১ জানুয়ারি

ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।

১৯৯১ : ইংল্যান্ড দলের অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সফর চলছিল! প্রস্তুতি ম্যাচ চলাকালীন হঠাৎই মাঠের বাইরে গিয়ে বিমান ভ্রমণ করেন ডেভিড গাওয়ার এবং জন মরিস। পরে অবশ্য এ ঘটনার জন্য শাস্তি পান এ দুই ইংলিশ ক্রিকেটার।

১৮৮৮ : কিংবদন্তি ক্রিকেটার হার্বি কলিন্সের জন্মদিন।

১৯৬৪ : ভারতীয় কিংবদন্তি লেগ স্পিনার বিএস চন্দ্র শেখরের অভিষেক। মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট শিকার করে ক্যারিয়ার শুরু করেন তিনি। টেস্ট ক্যারিয়ারে ৫৮ ম্যাচে ২৪২ উইকেট শিকার করেন তিনি।

১৯৭০ : ইংলিশ লেগ স্পিনার ইয়ান সালিসবুরির জন্মদিন। টেস্ট ক্রিকেটে ১৫ টেস্টে ৭৬.৯৫ গড়ে শিকার করেছিলেন ২০ উইকেট। ১৯৯৮ সালে ট্রেন্ট ব্রিজ টেস্টে হ্যান্সি ক্রুনিয়ের বিরুদ্ধে বেশ বাজে বোলিং করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে বলার মতো অর্জন না থাকলেও কাউন্টি ক্রিকেটে বেশ সফল ছিলেন ইয়ান সালিসবুরি।

১৯৪৮ : বার্বাডোস টেস্টে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ দলের ১২ জন ক্রিকেটারের অভিষেক হয়েছিল। এর মধ্যে ক্যারিবিয়ান সাতজন এবং ইংলিশ পাঁচ ক্রিকেটার ছিলেন।

১৮৬৫ : ডেভিড ব্রকওয়েলের জন্মদিন। জীবনের শেষ ১৫ বছর দুর্বিষহ জীবন-যাপণ করেছিলেন এ ইংলিশ ক্রিকেটার।

১৯৫৬ : ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক মাইক স্মিথ ক্রিকেটেরর পাশপাশি দারুণ রাগবি খেলতেন। এদিন দেশের রাগবি দলের হয়ে খেলতে নামেন মাইক স্মিথ।

২০০০ : পাকিস্তানি অলরাউন্ডার আব্দুল রাজ্জাকের দারুণ ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে হারায় পাকিস্তান। ব্যাট হাতে ৫২ বলে ৭০ রানের পাশাপাশি বল হাতে ৪৮ রানে ৫ উইকেট শিকার করেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২০  জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২০ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৯ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৯ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৮ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৮ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৭ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৭ জানুয়ারি