জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) নতুন কমিটি। বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের (এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি) নেতৃত্বে শুক্রবার (১৪ জানুয়ারি) নির্বাহী কমিটির সদস্যরা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে বিওএ সভাপতি এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে যে সব কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল কোভিডের কারণে তা সবকিছু করা সম্ভব হয়নি বলে সেটা ২৬ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এমন একটা সময়ে এ কমিটির জন্য দায়িত্ব গ্রহণ একটা বিশেষ তাৎপর্যপূর্ণ।’
বিশেষ এ সময়ে কমিটির দায়িত্ব পাওয়ায় নিজেদের ভাগ্যবান মনে করেন এই কর্মকর্তা। বলেন, ‘এই সময়ে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমরা সত্যি ভাগ্যবান মনে করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু জাতির পিতাই নন, উনি কিন্তু নিজেও একজন ভালো খেলোয়াড় ছিলেন। খেলাধুলার প্রতি যথেষ্ট অনুরাগ ছিল।’
তিনি আরও বলেন, ‘তিনি যতদিন জীবিত ছিলেন এটা প্রদর্শন করেছেন। আজ সত্যি ভাগ্যবান মনে করছি নিজেদের, তার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে। আমরা আগেও বলেছি এই কমিটি আগের চেয়ে ভালো কিছু করতে চায়। ইনশা আল্লাহ আমরা সেটা করে দেখাবো।’
শ্রদ্ধা নিবেদনের সময় কমিটির মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]